ETV Bharat / state

মৎস্যজীবির জালে 25 কেজির বিরল প্রজাতির মাছ

author img

By

Published : Feb 21, 2021, 6:48 PM IST

জালে ধরা পড়ল 25 কেজির বিরল মাছ । বাজারমূল্য জানা যায়নি ।

মৎস্যজীবির জালে 25 কেজির বিরল প্রজাতির মাছ
মৎস্যজীবির জালে 25 কেজির বিরল প্রজাতির মাছ

পুরন্দরপুর(দক্ষিণ 24 পরগনা), 21 ফেব্রুয়ারি : বিরল প্রজাতির মাছ উদ্ধার হল সুন্দরবনের হোগল নদী থেকে । স্থানীয় সূত্রে জানা গেছে, চরণ হালদার নামে শিকারী পাড়ার এক মৎস্যজীবি আজ সকালে হোগল নদীতে জাল ফেলেছিলেন । নদী থেকে জাল তুলতে গিয়ে তা আটকে যায় ।

আরও পড়ুন : মন্দারমণিতে উদ্ধার 36 ফুটের তিমি

আরও জানা গিয়েছে, কোনও রকমে পরে চরণ নদী থেকে জাল টেনে তোলেন । প্রায় 25 কেজির এক বিরল প্রজাতির মাছ জালে ধরা পড়ে । ওই মাছ দেখতে স্থানীয়দের ভিড় জমে যায় । তবে মাছটির বাজার মূল্য এখনও পর্যন্তও জানা যায়নি ।

পুরন্দরপুর(দক্ষিণ 24 পরগনা), 21 ফেব্রুয়ারি : বিরল প্রজাতির মাছ উদ্ধার হল সুন্দরবনের হোগল নদী থেকে । স্থানীয় সূত্রে জানা গেছে, চরণ হালদার নামে শিকারী পাড়ার এক মৎস্যজীবি আজ সকালে হোগল নদীতে জাল ফেলেছিলেন । নদী থেকে জাল তুলতে গিয়ে তা আটকে যায় ।

আরও পড়ুন : মন্দারমণিতে উদ্ধার 36 ফুটের তিমি

আরও জানা গিয়েছে, কোনও রকমে পরে চরণ নদী থেকে জাল টেনে তোলেন । প্রায় 25 কেজির এক বিরল প্রজাতির মাছ জালে ধরা পড়ে । ওই মাছ দেখতে স্থানীয়দের ভিড় জমে যায় । তবে মাছটির বাজার মূল্য এখনও পর্যন্তও জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.