ETV Bharat / state

Cobra Recovered: বকুলতলার গ্রামে উদ্ধার 22টি কেউটে সাপ, এলাকায় আতঙ্ক - বকুলতলা থানা

22 Snake Found in Village: দক্ষিণ 24 পরগনার বকুলতলা থানা এলাকার বাটরা গ্রাম থেকে উদ্ধার হল 22টি কেউটে সাপ ৷ মঙ্গলবার সাপগুলি উদ্ধার করেন এলাকায় সর্পপ্রেমী হিসেবে পরিচিত সমরেন্দ্র চক্রবর্তী ৷ এই ঘটনায় ওই গ্রামে আতঙ্ক ছড়িয়েছে ৷

Cobra Recovered
Cobra Recovered
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 1:23 PM IST

Updated : Oct 10, 2023, 2:18 PM IST

বকুলতলার গ্রামে উদ্ধার 22টি কেউটে সাপ, এলাকায় আতঙ্ক

বকুলতলা (দক্ষিণ 24 পরগনা), 10 অক্টোবর: 22টি কেউটে সাপ উদ্ধার হল দক্ষিণ 24 পরগনার বকুলতলা থানা এলাকার বাটরা গ্রাম থেকে ৷ ওই গ্রামের বাসিন্দা অর্জুন রুইদাসের বাড়ি থেকে এই সাপগুলি উদ্ধার করা হয় ৷ অর্জুন রুইদাসের পরিবারের সদস্য মিনতি রুইদাসকে সাপে কামড়ানোর পর বিষয়টি সামনে আসে ৷ তার পর স্থানীয় দক্ষিণ বারাসত এলাকার এক সর্পপ্রেমী সমরেন্দ্র চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে সাপগুলিকে উদ্ধার করেন ৷ তিনিই বন দফতরকে খবর দেন ৷ বন দফতর কেউটেগুলিকে নিয়ে যায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মিনতি রুইদাসকে সাপে কামড়ায় ৷ তাঁকে স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ তিনি আপাতত সেখানেই চিকিৎসাধীন ৷ এর পর পরিবারের সদস্যরা সমরেন্দ্র চক্রবর্তীকে খবর দেন ৷ তিনি এলাকায় সর্পপ্রেমী হিসেবে পরিচিত ৷ কারণ, সাপ উদ্ধারই তাঁর কাজ ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে একটি গর্ত থেকে দু’একটা সাপ বেরিয়ে আসে ৷ তার পর সেখানে ভালো করে পর্যবেক্ষণ করার পর দেখা যায় গর্তের ভিতর রয়েছে 22টি কোবরা ৷ ওই সর্পপ্রেমী এই সাপ উদ্ধার করে একটি জারে রাখেন ৷ খবর দেন বন দফতরে ৷ বন দফতরের কর্মীরা গিয়ে সাপগুলিকে নিয়ে যায় ৷

সমরেন্দ্র চক্রবর্তী বলেন, ‘‘আমি দীর্ঘ কয়েকবছর ধরে সাপ উদ্ধার করে আসছি । কোনোদিন এভাবে একসঙ্গে এত সাপ দেখেনি । তবে প্রথমে একটু আতঙ্কিত হয়েছিলাম ৷ তবে মনের জোর আর সাহসের উপর ভর করে একে একে সাপগুলি উদ্ধার করি ।’’

এদিকে এতগুলি কেউটে সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ অনেকেই ভাবছেন এই ধরনের ঘটনা আবার ঘটতে পারে ৷ যদিও বন দফতরের তরফে স্থানীয় মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ৷ অন্যদিকে উৎসাহী জনতাও ভিড় জমান কোবরাগুলিকে দেখতে ৷

ওই সর্পপ্রেমী জানান, বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণেই সাপ জঙ্গল, পুকুরপাড়, মাঠ ছেড়ে বাড়িতে বাসা বাঁধছে ৷ তার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে ৷

আরও পড়ুন: বাড়ি থেকে উদ্ধার বিরাট আকৃতির চন্দ্রবোড়া সাপ

বকুলতলার গ্রামে উদ্ধার 22টি কেউটে সাপ, এলাকায় আতঙ্ক

বকুলতলা (দক্ষিণ 24 পরগনা), 10 অক্টোবর: 22টি কেউটে সাপ উদ্ধার হল দক্ষিণ 24 পরগনার বকুলতলা থানা এলাকার বাটরা গ্রাম থেকে ৷ ওই গ্রামের বাসিন্দা অর্জুন রুইদাসের বাড়ি থেকে এই সাপগুলি উদ্ধার করা হয় ৷ অর্জুন রুইদাসের পরিবারের সদস্য মিনতি রুইদাসকে সাপে কামড়ানোর পর বিষয়টি সামনে আসে ৷ তার পর স্থানীয় দক্ষিণ বারাসত এলাকার এক সর্পপ্রেমী সমরেন্দ্র চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে সাপগুলিকে উদ্ধার করেন ৷ তিনিই বন দফতরকে খবর দেন ৷ বন দফতর কেউটেগুলিকে নিয়ে যায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মিনতি রুইদাসকে সাপে কামড়ায় ৷ তাঁকে স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ তিনি আপাতত সেখানেই চিকিৎসাধীন ৷ এর পর পরিবারের সদস্যরা সমরেন্দ্র চক্রবর্তীকে খবর দেন ৷ তিনি এলাকায় সর্পপ্রেমী হিসেবে পরিচিত ৷ কারণ, সাপ উদ্ধারই তাঁর কাজ ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে একটি গর্ত থেকে দু’একটা সাপ বেরিয়ে আসে ৷ তার পর সেখানে ভালো করে পর্যবেক্ষণ করার পর দেখা যায় গর্তের ভিতর রয়েছে 22টি কোবরা ৷ ওই সর্পপ্রেমী এই সাপ উদ্ধার করে একটি জারে রাখেন ৷ খবর দেন বন দফতরে ৷ বন দফতরের কর্মীরা গিয়ে সাপগুলিকে নিয়ে যায় ৷

সমরেন্দ্র চক্রবর্তী বলেন, ‘‘আমি দীর্ঘ কয়েকবছর ধরে সাপ উদ্ধার করে আসছি । কোনোদিন এভাবে একসঙ্গে এত সাপ দেখেনি । তবে প্রথমে একটু আতঙ্কিত হয়েছিলাম ৷ তবে মনের জোর আর সাহসের উপর ভর করে একে একে সাপগুলি উদ্ধার করি ।’’

এদিকে এতগুলি কেউটে সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ অনেকেই ভাবছেন এই ধরনের ঘটনা আবার ঘটতে পারে ৷ যদিও বন দফতরের তরফে স্থানীয় মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ৷ অন্যদিকে উৎসাহী জনতাও ভিড় জমান কোবরাগুলিকে দেখতে ৷

ওই সর্পপ্রেমী জানান, বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণেই সাপ জঙ্গল, পুকুরপাড়, মাঠ ছেড়ে বাড়িতে বাসা বাঁধছে ৷ তার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে ৷

আরও পড়ুন: বাড়ি থেকে উদ্ধার বিরাট আকৃতির চন্দ্রবোড়া সাপ

Last Updated : Oct 10, 2023, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.