নরেন্দ্রপুর,18 এপ্রিল: ইফতারের খাবার খেয়ে অসুস্থ 200 ৷ দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের উখিলার ঘটনা ৷ স্থানীয় একটি স্কুলে ক্যাম্প করে ইতিমধ্যেই অসুস্থদের চিকিৎসা শুরু হয়েছে ৷ এছাড়াও গুরুতর অসুস্থদের কেপিসি, বাঙ্গুর, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল ও সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে (200 People Sick In Iftar)।
আরও পড়ুন: খাদ্যে বিষক্রিয়া, কালিয়াচক 2 ব্লকে আক্রান্ত শতাধিক
সূত্রের খবর, নরেন্দ্রপুর সংলগ্ন একটি মসজিদে শনিবার ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই ইফতারে যোগ দেন স্থানীয় মানুষজন ৷ ইফতারের খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন প্রায় 200 জন ৷ অধিকাংশের মধ্যেই পেট ব্যাথা, জ্বর, বমি ও ডায়েরিয়ার উপসর্গ দেখা যায় ৷ বেশ কয়েজন গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় তাঁদের কেপিসি, বাঙ্গুর, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল এবং সুভাষগ্রাম হসাপাতালে ভর্তি করানো হয় ৷
এছড়াও স্থানীয় একটি প্রাইমারি স্কুলে অস্থায়ী ক্যাম্প করে চিকিৎসা চলছে অসুস্থদের ৷ এই প্রসঙ্গেই বারুইপুরের অতিরিক্ত মুখ্য় স্বাস্থ্য আধিকারিক জানান, খাদ্যে বিষক্রিয়া থেকে সকলে অসুস্থ হয়ে পড়েছে ৷ চিকিৎসা চলছে সকলের ৷