ETV Bharat / state

ভাঙড়ে বিজেপি কার্যালয়ের পিছনে উদ্ধার 2 টি আগ্নেয়াস্ত্র - 2 firearms found in bhangor behind bjp party office

বিধানসভা ভোটের আগে থেকেই এই এলাকায় গুলি চলার অভিযোগ করেছিল স্থানীয়রা। সেই সময় একাধিকবার এলাকায় এসে তল্লাশি অভিযান চালিয়েও কোনরকম আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে 6 জুন পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বিজেপি দলীয় কার্যালয়ের পিছনের পুকুর থেকে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ ৷

ভাঙরে বিজেপি কার্যালয়ের পিছনে উদ্ধার 2 টি আগ্নেয়াস্ত্র
ভাঙরে বিজেপি কার্যালয়ের পিছনে উদ্ধার 2 টি আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Jun 7, 2021, 10:40 AM IST

ভাঙড় , 7 জুন : ভাঙড়ে বিজেপির দলীয় কার্যালয়ের পিছনের পুকুর থেকে উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র ৷ ভাঙড়ের কাশিপুর থানার রঘুনাথপুর এলাকার ঘটনা। স্থানীয়রা প্রথম আগ্নেয়াস্ত্রগুলি দেখতে পায় ৷ খবর দেয় কাশিপুর থানায় ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে নিয়ে যায় ৷

স্থানীয় সূত্রে খবর , 6 জুন সকালে স্থানীয় একটি পুকুরে মাছ ধরার জন্য জাল দেওয়া হয় ৷ তখনই জালে উঠে আসে দুটি বন্দুক ৷ খবর চাউর হতেই এলাকায় জড়ো হয় স্থানীয় তৃণমূল কর্মীরা ৷ তাঁদের দাবি, ভোটের পর থেকে একাধিকবার উত্তপ্ত হয়েছে ভাঙড় ৷ সংঘর্ষ হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে ৷ এই আগ্নেয়াস্ত্রগুলি তারই উদাহরণ ৷

ভাঙড়ে বিজেপি কার্যালয়ের পিছনে উদ্ধার 2 টি আগ্নেয়াস্ত্র, কী বললেন তৃণমূল কর্মী ?

পুলিশ সূত্রে খবর , বিধানসভা ভোটের আগে থেকেই এই এলাকায় গুলি চলার অভিযোগ করেছিল স্থানীয়রা। সেই সময় একাধিকবার এলাকায় এসে তল্লাশি অভিযান চালিয়েও কোনরকম আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে 6 জুন পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বিজেপি দলীয় কার্যালয়ের পিছনের পুকুর থেকে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল তা এখনও জানা যায়নি ৷ তবে আশা করা যায় , খুব তাড়তাড়ি তার হদিশ মিলবে ৷

আরও পড়ুন : "ও কাকু একটু জল দেবে, জল"; ত্রাণের নৌকো দেখে মিনতি শিশুদের

ভাঙড় , 7 জুন : ভাঙড়ে বিজেপির দলীয় কার্যালয়ের পিছনের পুকুর থেকে উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র ৷ ভাঙড়ের কাশিপুর থানার রঘুনাথপুর এলাকার ঘটনা। স্থানীয়রা প্রথম আগ্নেয়াস্ত্রগুলি দেখতে পায় ৷ খবর দেয় কাশিপুর থানায় ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে নিয়ে যায় ৷

স্থানীয় সূত্রে খবর , 6 জুন সকালে স্থানীয় একটি পুকুরে মাছ ধরার জন্য জাল দেওয়া হয় ৷ তখনই জালে উঠে আসে দুটি বন্দুক ৷ খবর চাউর হতেই এলাকায় জড়ো হয় স্থানীয় তৃণমূল কর্মীরা ৷ তাঁদের দাবি, ভোটের পর থেকে একাধিকবার উত্তপ্ত হয়েছে ভাঙড় ৷ সংঘর্ষ হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে ৷ এই আগ্নেয়াস্ত্রগুলি তারই উদাহরণ ৷

ভাঙড়ে বিজেপি কার্যালয়ের পিছনে উদ্ধার 2 টি আগ্নেয়াস্ত্র, কী বললেন তৃণমূল কর্মী ?

পুলিশ সূত্রে খবর , বিধানসভা ভোটের আগে থেকেই এই এলাকায় গুলি চলার অভিযোগ করেছিল স্থানীয়রা। সেই সময় একাধিকবার এলাকায় এসে তল্লাশি অভিযান চালিয়েও কোনরকম আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে 6 জুন পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বিজেপি দলীয় কার্যালয়ের পিছনের পুকুর থেকে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল তা এখনও জানা যায়নি ৷ তবে আশা করা যায় , খুব তাড়তাড়ি তার হদিশ মিলবে ৷

আরও পড়ুন : "ও কাকু একটু জল দেবে, জল"; ত্রাণের নৌকো দেখে মিনতি শিশুদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.