ভাঙড় , 7 জুন : ভাঙড়ে বিজেপির দলীয় কার্যালয়ের পিছনের পুকুর থেকে উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র ৷ ভাঙড়ের কাশিপুর থানার রঘুনাথপুর এলাকার ঘটনা। স্থানীয়রা প্রথম আগ্নেয়াস্ত্রগুলি দেখতে পায় ৷ খবর দেয় কাশিপুর থানায় ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে নিয়ে যায় ৷
স্থানীয় সূত্রে খবর , 6 জুন সকালে স্থানীয় একটি পুকুরে মাছ ধরার জন্য জাল দেওয়া হয় ৷ তখনই জালে উঠে আসে দুটি বন্দুক ৷ খবর চাউর হতেই এলাকায় জড়ো হয় স্থানীয় তৃণমূল কর্মীরা ৷ তাঁদের দাবি, ভোটের পর থেকে একাধিকবার উত্তপ্ত হয়েছে ভাঙড় ৷ সংঘর্ষ হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে ৷ এই আগ্নেয়াস্ত্রগুলি তারই উদাহরণ ৷
পুলিশ সূত্রে খবর , বিধানসভা ভোটের আগে থেকেই এই এলাকায় গুলি চলার অভিযোগ করেছিল স্থানীয়রা। সেই সময় একাধিকবার এলাকায় এসে তল্লাশি অভিযান চালিয়েও কোনরকম আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে 6 জুন পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বিজেপি দলীয় কার্যালয়ের পিছনের পুকুর থেকে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল তা এখনও জানা যায়নি ৷ তবে আশা করা যায় , খুব তাড়তাড়ি তার হদিশ মিলবে ৷
আরও পড়ুন : "ও কাকু একটু জল দেবে, জল"; ত্রাণের নৌকো দেখে মিনতি শিশুদের