ভাঙড়, 20 ডিসেম্বর : ভয়াবহ আগুনে ভস্মীভূত ভাঙড়ের কয়েকটি দোকন । তদন্ত করতে নেমে বিভিন্ন এলাকায় বেআইনি তেলের দোকানে আজ অভিযান চালাল পুলিশ । উদ্ধার হল প্রায় লক্ষাধিক টাকার কেরোসিন তেলসহ বিভিন্ন সামগ্রী । গ্রেপ্তার করা হয় 2 জনকে । আগামীকাল ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ।
গতকাল ভাঙড়ের এক বেআইনি তেলের গুদামে আগুন লাগে । দুর্ঘটনায় ঘুমন্ত অবস্থায় দুই শিশু শ্রমিক-সহ মোট তিন জনের মৃত্যু হয় । দোকানের ভিতর দাহ্য পদার্থ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । তাতে গুদাম পার্শ্বস্থ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে চারটি দমকলের ইঞ্জিন আসে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘণ্টা চারেক সময় লাগে ।
আরও পড়ুন : ঘটকপুকুরে বিধ্বংসী আগুন, মৃত 3
খবর পেয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থানে আসেন । এলাকা পরিদর্শন করেন । এবং মৃতের পরিবারকে সরকারি আর্থিক সাহায্য করার প্রতিশ্রতি দিয়ে যায় । পুলিশি তদন্ত শুরু করতে বলেন । সেই অনুযায়ী ভাঙড় থানার পুলিশ তদন্তে নামে ।