ETV Bharat / state

চুরিতে বাধা,  মহিলাকে খুন মেখলিগঞ্জে - মেখলিগঞ্জে মহিলা খুন

মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের চিতিয়ারডাঙা এলাকায় চুরি করতে এসে মহিলাকে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

Came for steal, and murdered woman
মেখলিগঞ্জ
author img

By

Published : Apr 12, 2020, 5:22 PM IST

Updated : Apr 12, 2020, 5:27 PM IST

কোচবিহার, 12 এপ্রিল: চুরি করতে এসে বাধা পেয়ে শ্বাসরোধ করে এক মহিলাকে খুনের অভিযোগ উঠল । মৃতার নাম পাতু মণ্ডল ।কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের চিতিয়ারডাঙা এলাকার ঘটনা

গতরাতে ঘরে একাই শুয়েছিলেন ওই মহিলা । আজ সকালে হাজার ডাকাডাকি করেও তাঁর সাড়া মেলেনি ৷ তখন পরিবারের একজন দেখেন যে, তাঁর ঘরে সিঁধ কাটা হয়েছে । এরপরই দরজা ভেঙে ঘরে ঢুকে ওই মহিলার দেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায় । দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। মেখলিগঞ্জ থানার পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় । মৃতার গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে ৷ চুরিতে বাধা পাওয়ায় তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান।

কয়েকদিন আগে ওই মহিলা আলু বিক্রি করেছিলেন। সেই আলু বিক্রির তিন লাখ টাকা তাঁর কাছেই ছিল । আজ সকালে তাঁর ঘর থেকে সেই টাকা পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ এই বিষয়ে মেখলিগঞ্জ থানার OC রাজু সোনার বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনই কিছু বলা সম্ভব নয়।"

কোচবিহার, 12 এপ্রিল: চুরি করতে এসে বাধা পেয়ে শ্বাসরোধ করে এক মহিলাকে খুনের অভিযোগ উঠল । মৃতার নাম পাতু মণ্ডল ।কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের চিতিয়ারডাঙা এলাকার ঘটনা

গতরাতে ঘরে একাই শুয়েছিলেন ওই মহিলা । আজ সকালে হাজার ডাকাডাকি করেও তাঁর সাড়া মেলেনি ৷ তখন পরিবারের একজন দেখেন যে, তাঁর ঘরে সিঁধ কাটা হয়েছে । এরপরই দরজা ভেঙে ঘরে ঢুকে ওই মহিলার দেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায় । দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। মেখলিগঞ্জ থানার পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় । মৃতার গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে ৷ চুরিতে বাধা পাওয়ায় তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান।

কয়েকদিন আগে ওই মহিলা আলু বিক্রি করেছিলেন। সেই আলু বিক্রির তিন লাখ টাকা তাঁর কাছেই ছিল । আজ সকালে তাঁর ঘর থেকে সেই টাকা পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ এই বিষয়ে মেখলিগঞ্জ থানার OC রাজু সোনার বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনই কিছু বলা সম্ভব নয়।"

Last Updated : Apr 12, 2020, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.