কোচবিহার, 14 জুন : কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভা এলাকায় গণধর্ষণের অভিযোগ৷ এক যুবতিকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে৷ অভিযুক্তদের নাম মজিবর মহম্মদ এবং দুলাল মহম্মদ৷ অভিযুক্তদের বাড়ি মেখলিগঞ্জের 25 পয়স্থি গ্রামে ৷ ঘটনায় মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে যুবতির পরিবার৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷
যুবতির অভিযোগ, গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ তিস্তা নদীর উপর নির্মীয়মাণ জয়ী সেতুর রাস্তায় বেড়াতে যান তিনি৷ সেই সময় দুই অভিযুক্ত তাঁকে টেনে নিয়ে যায় নদীর ধারে৷ সেখানেই যুবতিকে গণধর্ষণ করে ওই দু'জন৷ নিজেকে বাঁচানোর জন্য যুবতি চিৎকার করলে স্থানীয় কিছু মানুষ ঘটনাস্থানে আসে৷ তখনই পালিয়ে যায় অভিযুক্তেরা৷ এরপর, মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে যুবতির পরিবার৷ পুলিশের কাছে দুই অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পরিবার৷
মেখলিগঞ্জ থানার তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু হয়েছে৷