ETV Bharat / state

TMC Leader Udayan Guha : পৌরভোটে অতি সক্রিয়তাই কি তৃণমূলে উদয়নের পদ হারানোর কারণ ? - TMC Leader Udayan Guha

কোচবিহারের দিনহাটা পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল ৷ সেখানে ভোট না-করতে দেওয়ার অভিযোগ উঠেছে বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে ৷ এছাড়া ভোটের প্রচারেও তিনি অনেক বিতর্কিত মন্তব্য করেছেন ৷ প্রশ্ন উঠছে, সেই কারণেই কি তাঁকে জেলা চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল (why TMC Remove Udayan Guha from Cooch Behar Chairman Post) ?

why-tmc-remove-udayan-guha-from-cooch-behar-chairman-post
TMC Leader Udayan Guha : পৌরভোটে অতি সক্রিয়তাই কি তৃণমূলে উদয়নের পদ হারানোর কারণ ?
author img

By

Published : Mar 8, 2022, 9:34 PM IST

কোচবিহার, 8 মার্চ : পৌরসভা নির্বাচনে কোচবিহারে ভোট করতে না-দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে ৷ কাঠগড়ায় তোলা হয়েছিল দিনহাটার বিধায়ক তৃণমূলের উদয়ন গুহকে ৷ প্রশ্ন উঠছে, তার জেরেই কি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে (why TMC Remove Udayan Guha from Cooch Behar Chairman Post) ?

তৃণমূলের একটি সূত্রের খবর, উদয়ন গুহ যেভাবে দিনহাটায় পৌরভোট না-করিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের প্রার্থীদের জয়ী করিয়েছেন । এই বিষয়টি ভালোভাবে নেয়নি তৃণমূলের রাজ্য নেতৃত্ব । পাশাপাশি পৌরসভার নির্বাচনের ভোট প্রচারে গিয়ে ভোট না-দিলে যেভাবে ‘দুয়ারে প্রহার’ চালু করার হুঁশিয়ারি দিয়েছেন, সেটাও ভালোভাবে নেয়নি দল । যার জেরেই রদবদল বলে তৃণমূলের ওই সূত্রের দাবি ৷ যদিও বিষয়টি নিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Dinhata TMC MLA Udayan Guha) কিছু মন্তব্য করতে চাননি ।

কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের (TMC Inner Conflict in Cooch Behar) । জেলায় একাধিকবার নেতৃত্বে রদবদল করেও কোন্দল থামেনি । এর আগে 2021-এর অগস্টে কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছিল উদয়ন গুহকে ৷ তখন গিরীন্দ্রনাথ বর্মনকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয় । তৃণমূলের একাংশের দাবি, দল ভেবেছিল এবারে হয়তো কোন্দল থামবে । কিন্তু এরপরেও জেলাতে গোষ্ঠী কোন্দল থামেনি । গোষ্ঠীকোন্দল চরম আকার নিয়েছে বলে অভিযোগ ।

পাশাপাশি বিভিন্ন মিটিংয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ । পৌরসভার নির্বাচনের আগে দিনহাটা পুরসভার (Dinhata Municipality) 9 নম্বর ওয়ার্ডের কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যে সমস্ত তৃণমূল কর্মীরা দলের হয়ে ভোট দেবে না, তাদের জন্য ‘দুয়ারে প্রহার’ চালু করা হবে । উদয়নের এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় তৃণমূলের অন্দরে ।

এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পৌরসভা দখল করে তৃণমূল । বিরোধীদের অভিযোগ ছিল মনোনয়ন পর্ব চলাকালীন সন্ত্রাস করে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি । আর নজিরবিহীনভাবে পৌরসভা দখল করে তৃণমূল । এই ঘটনার পরপরই পৌরসভার নির্বাচনের ভোট প্রচারে কোচবিহারের তুফানগঞ্জে গিয়ে তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দেন, কোচবিহার জেলায় পৃথক রাজ্যের দাবিতে যাঁরা মিছিল করবেন, তাঁদের হাটু আস্ত থাকবে না । উদয়নের এই মন্তব্যে শোরগোল পড়ে যায় উত্তরবঙ্গ জুড়ে । উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় ।

আরও পড়ুন : Udayan Guha In Controversy : ভোট না দিলে 'দুয়ারে প্রহার' চালুর হুঁশিয়ারি, আবার বিতর্কে উদয়ন

কোচবিহার, 8 মার্চ : পৌরসভা নির্বাচনে কোচবিহারে ভোট করতে না-দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে ৷ কাঠগড়ায় তোলা হয়েছিল দিনহাটার বিধায়ক তৃণমূলের উদয়ন গুহকে ৷ প্রশ্ন উঠছে, তার জেরেই কি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে (why TMC Remove Udayan Guha from Cooch Behar Chairman Post) ?

তৃণমূলের একটি সূত্রের খবর, উদয়ন গুহ যেভাবে দিনহাটায় পৌরভোট না-করিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের প্রার্থীদের জয়ী করিয়েছেন । এই বিষয়টি ভালোভাবে নেয়নি তৃণমূলের রাজ্য নেতৃত্ব । পাশাপাশি পৌরসভার নির্বাচনের ভোট প্রচারে গিয়ে ভোট না-দিলে যেভাবে ‘দুয়ারে প্রহার’ চালু করার হুঁশিয়ারি দিয়েছেন, সেটাও ভালোভাবে নেয়নি দল । যার জেরেই রদবদল বলে তৃণমূলের ওই সূত্রের দাবি ৷ যদিও বিষয়টি নিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Dinhata TMC MLA Udayan Guha) কিছু মন্তব্য করতে চাননি ।

কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের (TMC Inner Conflict in Cooch Behar) । জেলায় একাধিকবার নেতৃত্বে রদবদল করেও কোন্দল থামেনি । এর আগে 2021-এর অগস্টে কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছিল উদয়ন গুহকে ৷ তখন গিরীন্দ্রনাথ বর্মনকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয় । তৃণমূলের একাংশের দাবি, দল ভেবেছিল এবারে হয়তো কোন্দল থামবে । কিন্তু এরপরেও জেলাতে গোষ্ঠী কোন্দল থামেনি । গোষ্ঠীকোন্দল চরম আকার নিয়েছে বলে অভিযোগ ।

পাশাপাশি বিভিন্ন মিটিংয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ । পৌরসভার নির্বাচনের আগে দিনহাটা পুরসভার (Dinhata Municipality) 9 নম্বর ওয়ার্ডের কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যে সমস্ত তৃণমূল কর্মীরা দলের হয়ে ভোট দেবে না, তাদের জন্য ‘দুয়ারে প্রহার’ চালু করা হবে । উদয়নের এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় তৃণমূলের অন্দরে ।

এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পৌরসভা দখল করে তৃণমূল । বিরোধীদের অভিযোগ ছিল মনোনয়ন পর্ব চলাকালীন সন্ত্রাস করে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি । আর নজিরবিহীনভাবে পৌরসভা দখল করে তৃণমূল । এই ঘটনার পরপরই পৌরসভার নির্বাচনের ভোট প্রচারে কোচবিহারের তুফানগঞ্জে গিয়ে তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দেন, কোচবিহার জেলায় পৃথক রাজ্যের দাবিতে যাঁরা মিছিল করবেন, তাঁদের হাটু আস্ত থাকবে না । উদয়নের এই মন্তব্যে শোরগোল পড়ে যায় উত্তরবঙ্গ জুড়ে । উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় ।

আরও পড়ুন : Udayan Guha In Controversy : ভোট না দিলে 'দুয়ারে প্রহার' চালুর হুঁশিয়ারি, আবার বিতর্কে উদয়ন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.