কোচবিহার, 17 ফেব্রুয়ারি : এবারের নির্বাচনে খেলাও হবে । ডিজেও বাজবে । বুধবার বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কার্যত এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । এদিন দুপুরে তিনি বলেন, "বিধানসভা নির্বাচনের সময় গ্রামে গ্রামে, বুথে বুথে যেমন খেলা হবে । তেমন ডিজে বাজবে । এবার আর রবীন্দ্রসংগীত বাজবে না । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বোঝাই যাচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে আর বিজেপি কর্মীদের ছেড়ে কথা বলবেন না তৃণমূল কর্মীরা ।
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মিটিং, মিছিলে তৃণমূল নেতাদের বক্তব্যে শোনা যাচ্ছে "খেলা হবে" । আসন্ন বিধানসভা নির্বাচনে কেমন খেলা হবে সে প্রশ্নের উত্তরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, " আমি বলছি খেলা হবে । গ্রামে খেলা হবে । বুথে বুথে খেলা হবে । অঞ্চলে খেলা হবে । জেলায় খেলা হবে । রাজ্যের সর্বত্র খেলা হবে । এবার আর রবীন্দ্র সংগীত বাজবে না । ডিজে বাজবে । খেলাও হবে, ডিজেও বাজবে"।
তিনি আরও বলেন, "এই যে বিজেপি নেতারা ধমকাচ্ছেন, চমকাচ্ছেন... বলছেন ক্ষমতায় এলে তাঁরা তৃণমূল কর্মীদের পাঁচ বছর বাড়িতে থাকতে দেবেন না । তাদের উদ্দেশে বলছি খেলা হবে, ডিজেও বাজবে "।
আরও পড়ুন : খেলা হবে... চন্দ্রকোনায় দেওয়ালের দখল নিতে ময়দানে তৃণমূল
দিন দুয়েক আগে বিজেপি নেতা রাহুল সিনহা কোচবিহারে বলেছিলেন , "তৃণমূল নেতারা বলছেন খেলা হবে, আমি বলছি খেলা হলে ধোলাই হবে" । সে প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "রাহুল সিনহা নিজেই মাঠের বাইরে অতিরিক্ত প্লেয়ার । কাজেই ওর কথায় পাত্তা দেওয়ার মতো কিছু নেই । এবার রবীন্দ্রসংগীত বাজবে না । এবার খেলা হবে এবং ডিজে বাজবে ।"
রাজনৈতিক মহলের ধারণা এই বক্তব্যের মধ্য দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কার্যত বুঝিয়ে দিয়েছেন যে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি ঝামেলা করতে এলে তাদের ছেড়ে কথা বলা হবে না ।