ETV Bharat / state

CM Mamata Banerjee: এবার থেকে পঞ্চায়েত আমরা নিয়ন্ত্রণ করব, দলীয় কর্মীদের হুঁশিয়ারি মমতার - Mamata Banerjee warns party workers

কোচবিহারের সভা থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এদিন সাফ জানিয়ে দিলেন এবার থেকে পঞ্চায়েত তাঁর নিয়ন্ত্রণে থাকবে ৷ তিনি সম্পূর্ণ বিষয়টিতে নজরদারি করবেন ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 26, 2023, 10:51 PM IST

কোচবিহার, 26 জুন: কোচবিহারের সভা থেকে গ্রাম পঞ্চায়েতের উপর নিয়ন্ত্রণ রাখার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার তিনি জানান, পঞ্চায়েত এবার থেকে তিনি নিয়ন্ত্রণ করবেন । আগে পঞ্চায়েতে তেমন নজর দিতে পারেননি । তবে এবার আর সেটা হবে না ৷

মুখ্যমন্ত্রী বলেন, "আগে পঞ্চায়েতে গুরুত্ব দিইনি । এবার তাই নির্বাচনের আগে থেকে প্রার্থী বাছাইয়ের জন্য সবার মতামত নিয়েছি । 99 শতাংশ জায়গায় প্রার্থী ঠিক করে দেওয়া হয়েছে । এবার থেকে পঞ্চায়েত মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করব । কোনও কাজের জন্য এক পয়সা কাউকে দেবেন না । স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কোন কিছুতেই টাকা দেবেন না । কোনওরকম সরকারি সুযোগ সুবিধা পেতে টাকা দিতে হয় না । যদি কেউ টাকা চায় তার ছবি তুলে আমাকে পাঠাবেন ৷ তারপর আমি দেখছি ।"

আরও পড়ুন: সীমান্তে যারা গুলি চালাবে তাদের বিরুদ্ধেও এফআইআর হবে, নিশীথকে ঠুকে আক্রমণ মমতার

প্রসঙ্গত, রাজ্যে একের পর এক দুর্নীতি সামনে এসেছে ৷ তাতে নাম জড়িয়েছে শাসকদল তৃণমূলের নেতা মন্ত্রীদের ৷ এর জেরে পঞ্চায়েত নির্বাচনের আগে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির ৷ এরপরেই এবার কোচবিহার থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো ৷ এদিন মমতা বলেন, "জোড়া ফুল দেখিয়া ভোট দাও ঠাসিয়া ৷" মুখ্যমন্ত্রী এই সভা থেকে দলের নেতাদের উদ্দেশে বলেন, "যারা দুষ্ট তাদের একটা চড় দিয়ে দেবেন ৷ এটা আমি বলে দিয়ে গেলাম ।"

রাজ্যের শ্রমিকদের ভিন রাজ্যে কাজে যাওয়ার প্রসঙ্গেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, উত্তরবঙ্গের ইকোনমি করিডোর করা হচ্ছে । এখানেই রাজ্যবাসীর চাকরি হবে । ট্রেনিং দিয়ে তাদের কাজে ঢোকানো হবে । তিনি বলেন, "আমরা অনেক শিল্প নিয়ে আসছি । বাংলার বাইরে কাজে যাওয়ার প্রয়োজন নেই । আমরা কর্মসংস্থান করে দেব । পর্যটন-সহ বিভিন্ন কাজে দেব । কোচবিহার এক নম্বর জেলা হবে ।"

আরও পড়ুন: টাকা নষ্ট করে মোদিবাবু আমেরিকায় নেতা হতে গিয়েছেন, কটাক্ষ মমতার

সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ তা নিয়ে এ দিন মুখ্যমন্ত্রী জানান, মানুষের পঞ্চায়েতে তিনটি ভোট হবে । তিনটি ভোট দিতে হবে । এবার ব্যালটে ভোট দিতে হবে । একটি ভোট দিয়ে চলে আসবেন না । মমতা বলেন, "গুণ্ডারা ভয় দেখালে মায়েরা কী করবেন । মা বোনেরা সবাইকে পাশে দাঁড়াতে হবে । শীতলকুচির পরিবারকে চাকরি করে দিয়েছি । বিজেপিকে তাড়াতে আমরা চেষ্টা করছি । দিল্লিতে মহাজোট করছি । কংগ্রেস বিজেপিতে দোসর, ওদের ভোট দেবেন না । সিপিএমকে ভোট দেবেন না ।"

কোচবিহার, 26 জুন: কোচবিহারের সভা থেকে গ্রাম পঞ্চায়েতের উপর নিয়ন্ত্রণ রাখার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার তিনি জানান, পঞ্চায়েত এবার থেকে তিনি নিয়ন্ত্রণ করবেন । আগে পঞ্চায়েতে তেমন নজর দিতে পারেননি । তবে এবার আর সেটা হবে না ৷

মুখ্যমন্ত্রী বলেন, "আগে পঞ্চায়েতে গুরুত্ব দিইনি । এবার তাই নির্বাচনের আগে থেকে প্রার্থী বাছাইয়ের জন্য সবার মতামত নিয়েছি । 99 শতাংশ জায়গায় প্রার্থী ঠিক করে দেওয়া হয়েছে । এবার থেকে পঞ্চায়েত মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করব । কোনও কাজের জন্য এক পয়সা কাউকে দেবেন না । স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কোন কিছুতেই টাকা দেবেন না । কোনওরকম সরকারি সুযোগ সুবিধা পেতে টাকা দিতে হয় না । যদি কেউ টাকা চায় তার ছবি তুলে আমাকে পাঠাবেন ৷ তারপর আমি দেখছি ।"

আরও পড়ুন: সীমান্তে যারা গুলি চালাবে তাদের বিরুদ্ধেও এফআইআর হবে, নিশীথকে ঠুকে আক্রমণ মমতার

প্রসঙ্গত, রাজ্যে একের পর এক দুর্নীতি সামনে এসেছে ৷ তাতে নাম জড়িয়েছে শাসকদল তৃণমূলের নেতা মন্ত্রীদের ৷ এর জেরে পঞ্চায়েত নির্বাচনের আগে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির ৷ এরপরেই এবার কোচবিহার থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো ৷ এদিন মমতা বলেন, "জোড়া ফুল দেখিয়া ভোট দাও ঠাসিয়া ৷" মুখ্যমন্ত্রী এই সভা থেকে দলের নেতাদের উদ্দেশে বলেন, "যারা দুষ্ট তাদের একটা চড় দিয়ে দেবেন ৷ এটা আমি বলে দিয়ে গেলাম ।"

রাজ্যের শ্রমিকদের ভিন রাজ্যে কাজে যাওয়ার প্রসঙ্গেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, উত্তরবঙ্গের ইকোনমি করিডোর করা হচ্ছে । এখানেই রাজ্যবাসীর চাকরি হবে । ট্রেনিং দিয়ে তাদের কাজে ঢোকানো হবে । তিনি বলেন, "আমরা অনেক শিল্প নিয়ে আসছি । বাংলার বাইরে কাজে যাওয়ার প্রয়োজন নেই । আমরা কর্মসংস্থান করে দেব । পর্যটন-সহ বিভিন্ন কাজে দেব । কোচবিহার এক নম্বর জেলা হবে ।"

আরও পড়ুন: টাকা নষ্ট করে মোদিবাবু আমেরিকায় নেতা হতে গিয়েছেন, কটাক্ষ মমতার

সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ তা নিয়ে এ দিন মুখ্যমন্ত্রী জানান, মানুষের পঞ্চায়েতে তিনটি ভোট হবে । তিনটি ভোট দিতে হবে । এবার ব্যালটে ভোট দিতে হবে । একটি ভোট দিয়ে চলে আসবেন না । মমতা বলেন, "গুণ্ডারা ভয় দেখালে মায়েরা কী করবেন । মা বোনেরা সবাইকে পাশে দাঁড়াতে হবে । শীতলকুচির পরিবারকে চাকরি করে দিয়েছি । বিজেপিকে তাড়াতে আমরা চেষ্টা করছি । দিল্লিতে মহাজোট করছি । কংগ্রেস বিজেপিতে দোসর, ওদের ভোট দেবেন না । সিপিএমকে ভোট দেবেন না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.