ETV Bharat / state

Dilip-Rabindranath's War of Words: দিলীপকে মানসিক ভারসাম্যহীন বললেন তৃণমূলের রবি, পালটা জবাব বিজেপি নেতার - Trinamool Congress

মাধ্যমিকের সময় মাইক বিধি না মেনে সভা করায় অভিযুক্ত বিজেপির দিলীপ ঘোষ ৷ তাই মেদিনীপুরের সাংসদকে মানসিক ভারসাম্যহীন বললেন তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ ৷ পালটা জবাব দিয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিও (War of Words Between Dilip and Rabindranath) ৷

War of Words Between Dilip and Rabindranath
War of Words Between Dilip and Rabindranath
author img

By

Published : Feb 24, 2023, 8:04 PM IST

তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ ও বিজেপির দিলীপ ঘোষের মধ্যে বাকযুদ্ধ

কোচবিহার, 24 ফেব্রুয়ারি: গতকাল, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023) ৷ সেই কারণে মাইক ব্যবহারে বিধিনিষেধ চলছে রাজ্যজুড়ে ৷ অভিযোগ, তার পরও মাইক ব্যবহার করে দলের কর্মিসভা করছেন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এই নিয়ে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) ৷ তাঁর দাবি, ‘‘দিলীপ ঘোষ মানসিক ভারসাম্যহীন । ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, বৃহস্পতিবার থেকে কোচবিহারে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ ৷ গতকাল, কোচবিহারের সুকান্ত মঞ্চে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে সভা করেন । এরপর তুফানগঞ্জে নাককাটিগাছে সভা করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ । সেই সময় যুব তৃণমূলের তরফে কালো পতাকা দেখানো হয় ও গোব্যাক স্লোগান দেওয়া হয় । এরপর শুক্রবার দুপুরে পুণ্ডিবাড়িতে মাথাভাঙা-2 ব্লকের নিশিগঞ্জে কর্মিসভা করেন ।

প্রতিটি জায়গাতেই মাইক ব্যবহার সংক্রান্ত বিধি মানা হয়নি বলে অভিযোগ ৷ আর সেই কারণেই দিলীপকে মানসিক ভারসাম্যহীন বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ তাঁর দাবি, এই কারণে দিলীপকে গ্রেফতার করা উচিত ৷ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জেলেই রাখা উচিত ৷ তাই দিলীপকে গ্রেফতার করার দাবি তিনি কোচবিহারের পুলিশ ও প্রশাসনের কাছে জানিয়েছেন ৷

War of Words Between Dilip and Rabindranath
বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

যদিও এই নিয়ে পালটা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ ৷ তিনি এই নিয়ে 2021 সালের বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) উদাহরণ টেনে এনেছেন ৷ ওই ভোটে হেরে যান নাটাবাড়ির তৎকালীন বিধায়ক ৷ সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষের খোঁচা, কার মাথা খারাপ হয়েছে লোকজন ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে । বেশি মাথা খারাপ হলে রাঁচিতে ধরে নিয়ে যাবে ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে তোপ দিলীপের

তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ ও বিজেপির দিলীপ ঘোষের মধ্যে বাকযুদ্ধ

কোচবিহার, 24 ফেব্রুয়ারি: গতকাল, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023) ৷ সেই কারণে মাইক ব্যবহারে বিধিনিষেধ চলছে রাজ্যজুড়ে ৷ অভিযোগ, তার পরও মাইক ব্যবহার করে দলের কর্মিসভা করছেন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এই নিয়ে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) ৷ তাঁর দাবি, ‘‘দিলীপ ঘোষ মানসিক ভারসাম্যহীন । ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, বৃহস্পতিবার থেকে কোচবিহারে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ ৷ গতকাল, কোচবিহারের সুকান্ত মঞ্চে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে সভা করেন । এরপর তুফানগঞ্জে নাককাটিগাছে সভা করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ । সেই সময় যুব তৃণমূলের তরফে কালো পতাকা দেখানো হয় ও গোব্যাক স্লোগান দেওয়া হয় । এরপর শুক্রবার দুপুরে পুণ্ডিবাড়িতে মাথাভাঙা-2 ব্লকের নিশিগঞ্জে কর্মিসভা করেন ।

প্রতিটি জায়গাতেই মাইক ব্যবহার সংক্রান্ত বিধি মানা হয়নি বলে অভিযোগ ৷ আর সেই কারণেই দিলীপকে মানসিক ভারসাম্যহীন বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ তাঁর দাবি, এই কারণে দিলীপকে গ্রেফতার করা উচিত ৷ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জেলেই রাখা উচিত ৷ তাই দিলীপকে গ্রেফতার করার দাবি তিনি কোচবিহারের পুলিশ ও প্রশাসনের কাছে জানিয়েছেন ৷

War of Words Between Dilip and Rabindranath
বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

যদিও এই নিয়ে পালটা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ ৷ তিনি এই নিয়ে 2021 সালের বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) উদাহরণ টেনে এনেছেন ৷ ওই ভোটে হেরে যান নাটাবাড়ির তৎকালীন বিধায়ক ৷ সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষের খোঁচা, কার মাথা খারাপ হয়েছে লোকজন ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে । বেশি মাথা খারাপ হলে রাঁচিতে ধরে নিয়ে যাবে ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে তোপ দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.