ETV Bharat / state

কোরোনা রুখতে পুজো "কোরোনাসুর"-এর - কোরানা রোধে মন্ত্র পাঠ করে পুজো "করোনাসুর" দেবতার

দেশজুড়ে চলছে লকডাউন ৷ স্তব্ধ জনজীবন ৷ এবার কোরানা থেকে বাঁচতে গ্রামবাসীরা পুজো দিলেন "কোরোনাসুর"-এর ।নির্দিষ্ট নিয়মরীতি মেনেই পুজো করা হয় ৷

villagers wrship coronasur god to prevent corona in coochbehar
কোরানা রোধে মন্ত্র পাঠ করে পুজো "করোনাসুর" দেবতার
author img

By

Published : Apr 17, 2020, 11:13 PM IST

Updated : Apr 18, 2020, 7:33 PM IST

কোচবিহার, 17 এপ্রিল : কোরোনা ভাইরাসের আতঙ্ক কাটছে না ৷ দিনের পর দিন বাড়ছে আতঙ্ক ৷ সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ৷ দেশজুড়ে চলছে লকডাউন ৷ স্তব্ধ জনজীবন ৷ এবার কোরানা থেকে বাঁচতে গ্রামের বাসিন্দারা পুজো দিলেন "কোরোনাসুর"-এরহ । নির্দিষ্ট নিয়মরীতি মেনেই পুজো করা হয় ৷

তবে মাটির মূর্তি নয় ৷ রাস্তার উপর কোরোনা ভাইরাসের আনুমানিক গঠন অনুযায়ী আঁকা হয় কোরোনাসুর দেবতার ছবি ৷ সেখানে গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে পুজো দেন ৷ কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রামের ঘটনা ৷ পুজোতে মন্ত্রপাঠও করা হয় , রীতি নিয়মমতো পুজোর সামগ্রী সাজিয়ে গ্রামের বাসিন্দারা প্রার্থনা করেন ৷ যাতে কোরানা ভাইরাস থেকে তাঁদের গ্রামের মানুষ রক্ষা পায় ৷

villagers wrship coronasur god to prevent corona in coochbehar
কোরানা রোধে মন্ত্র পাঠ করে পুজো "করোনাসুর" দেবতার

পুরোহিত বলেন, "এমন দেবতা এর আগে কখনও পূজিত হয়নি ৷ আলাদা করে মন্ত্রপাঠ বা নিয়ম-রীতি নেই কোথাও ৷ তবে অন্যান্য দেবতার প্রতি মানুষের মঙ্গল কামনায় যে মন্ত্র পাঠ করা হয় , তাই করা হয়েছে ৷ " গ্রামবাসীদের মধ্যে জয়দেব বর্মণ ,গুপ্ত বর্মণ এবং অন্যান্যরা বলেন, কোরোনা আতঙ্কে গোটা গ্রাম ৷ দিনের পর দিন মানুষ সংক্রমিত হচ্ছে ৷ মৃত্যুর সংখ্যা বাড়ছে ৷ এই অবস্থায় গ্রামকে বাঁচাতে এবং মানুষের মঙ্গল কামনায় পুজো দিয়েছেন ৷ কোরানা ভাইরাসের আতঙ্কে তাঁরা এই দেবতাকে মেনে নিয়েছেন ৷ পুজোও দিচ্ছেন ৷ যদিও , কোরানাসুর নামে কোনও দেবতা আছে কি না তা জানা নেই কারও ৷ অনেকেই আবার এর সমালোচনাও করেছেন ৷

কোচবিহার, 17 এপ্রিল : কোরোনা ভাইরাসের আতঙ্ক কাটছে না ৷ দিনের পর দিন বাড়ছে আতঙ্ক ৷ সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ৷ দেশজুড়ে চলছে লকডাউন ৷ স্তব্ধ জনজীবন ৷ এবার কোরানা থেকে বাঁচতে গ্রামের বাসিন্দারা পুজো দিলেন "কোরোনাসুর"-এরহ । নির্দিষ্ট নিয়মরীতি মেনেই পুজো করা হয় ৷

তবে মাটির মূর্তি নয় ৷ রাস্তার উপর কোরোনা ভাইরাসের আনুমানিক গঠন অনুযায়ী আঁকা হয় কোরোনাসুর দেবতার ছবি ৷ সেখানে গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে পুজো দেন ৷ কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রামের ঘটনা ৷ পুজোতে মন্ত্রপাঠও করা হয় , রীতি নিয়মমতো পুজোর সামগ্রী সাজিয়ে গ্রামের বাসিন্দারা প্রার্থনা করেন ৷ যাতে কোরানা ভাইরাস থেকে তাঁদের গ্রামের মানুষ রক্ষা পায় ৷

villagers wrship coronasur god to prevent corona in coochbehar
কোরানা রোধে মন্ত্র পাঠ করে পুজো "করোনাসুর" দেবতার

পুরোহিত বলেন, "এমন দেবতা এর আগে কখনও পূজিত হয়নি ৷ আলাদা করে মন্ত্রপাঠ বা নিয়ম-রীতি নেই কোথাও ৷ তবে অন্যান্য দেবতার প্রতি মানুষের মঙ্গল কামনায় যে মন্ত্র পাঠ করা হয় , তাই করা হয়েছে ৷ " গ্রামবাসীদের মধ্যে জয়দেব বর্মণ ,গুপ্ত বর্মণ এবং অন্যান্যরা বলেন, কোরোনা আতঙ্কে গোটা গ্রাম ৷ দিনের পর দিন মানুষ সংক্রমিত হচ্ছে ৷ মৃত্যুর সংখ্যা বাড়ছে ৷ এই অবস্থায় গ্রামকে বাঁচাতে এবং মানুষের মঙ্গল কামনায় পুজো দিয়েছেন ৷ কোরানা ভাইরাসের আতঙ্কে তাঁরা এই দেবতাকে মেনে নিয়েছেন ৷ পুজোও দিচ্ছেন ৷ যদিও , কোরানাসুর নামে কোনও দেবতা আছে কি না তা জানা নেই কারও ৷ অনেকেই আবার এর সমালোচনাও করেছেন ৷

Last Updated : Apr 18, 2020, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.