মেখলিগঞ্জ, 13 জুলাই : করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন কোচবিহারের মেখলিগঞ্জের দুই বাসিন্দা । দ্বিতীয়বার লালারসের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরই কোচবিহার কোরোনা হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয় । সেখান থেকে বাড়ি ফেরেন তাঁরা ।
কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভায় প্রথম যে চারজন কোরোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁদের মধ্যে দু-জন প্রদীপ বর্মণ ও মায়া রায় বাড়ি ফেরেন। দুজনেরই বাড়ি মেখলিগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়ায়। দুজনের হাতে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পরেশচন্দ্র অধিকারী এবং স্থানীয় বাসিন্দারা ৷
প্রসঙ্গত কিছুদিন আগে মেখলিগঞ্জের নবনির্মিত বাস টার্মিনাসে পৌরসভার 1, 4 ও 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের লালার নমুনা নেওয়া হয় । এদের মধ্যে চার জনের রিপোর্ট পজ়িটিভ আসে । তাদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফেরায় খুশি মেখলিগঞ্জের বাসিন্দারা ।
কোরোনাকে জয় করে বাড়ি ফিরলেন মেখলিগঞ্জের 2 বাসিন্দা - mekhliganj corona
স্বস্তিতে মেখলিগঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দারা । কারণ, যে চারজন কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।
![কোরোনাকে জয় করে বাড়ি ফিরলেন মেখলিগঞ্জের 2 বাসিন্দা কোরোনা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8001977-878-8001977-1594597240379.jpg?imwidth=3840)
মেখলিগঞ্জ, 13 জুলাই : করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন কোচবিহারের মেখলিগঞ্জের দুই বাসিন্দা । দ্বিতীয়বার লালারসের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরই কোচবিহার কোরোনা হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয় । সেখান থেকে বাড়ি ফেরেন তাঁরা ।
কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভায় প্রথম যে চারজন কোরোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁদের মধ্যে দু-জন প্রদীপ বর্মণ ও মায়া রায় বাড়ি ফেরেন। দুজনেরই বাড়ি মেখলিগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়ায়। দুজনের হাতে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পরেশচন্দ্র অধিকারী এবং স্থানীয় বাসিন্দারা ৷
প্রসঙ্গত কিছুদিন আগে মেখলিগঞ্জের নবনির্মিত বাস টার্মিনাসে পৌরসভার 1, 4 ও 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের লালার নমুনা নেওয়া হয় । এদের মধ্যে চার জনের রিপোর্ট পজ়িটিভ আসে । তাদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফেরায় খুশি মেখলিগঞ্জের বাসিন্দারা ।