কোচবিহার, 11 জুন : কোচবিহারে কোরোনায় আক্রান্ত হলেন আরও দু'জন ৷ তারা দু'জনেই পরিযায়ী শ্রমিক। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 212 ।
বুধবার যে দু'জন কোরোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের শরীরে কোনও উপসর্গ ছিল না । জেলাশাসক পবন কাদিয়ান বলেন, দু'জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে । 14 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ।
জেলায় ইতিমধ্যে 6 হাজার 782 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে । তাদের মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক । মঙ্গলবার রাত পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল 212 । বুধবার তা বেড়ে হয়েছে 214 । 14 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । এনিয়ে জেলায় সুস্থ হয়েছে মোট 84 জন। এখনও প্রায় 740 জনের রিপোর্ট আসা বাকি রয়েছে।