ETV Bharat / state

Cooch Behar Dead Body বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, দেওর ও বউদির ঝুলন্ত দেহ উদ্ধার - কোচবিহার দেহ উদ্ধার

দেওর ও বউদির ঝুলন্ত দেহ উদ্ধার পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের ছাঁট সিঙ্গিমারী এলাকায় । তদন্ত শুরু করেছে পুলিশ (Two Dead Body Recovered) ৷

Cooch Behar Dead Body
কোচবিহারে দেওর ও বউদির ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Aug 28, 2022, 7:42 AM IST

কোচবিহার, 28 অগস্ট: দেওর ও বউদির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল (Two Dead Body Recovered) ৷ ঘটনাটি ঘটেছে পুণ্ডিবাড়ি থানার পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের ছাঁট সিঙ্গিমারী এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পাতলাখাওয়া বনাঞ্চল লাগোয়া একটি গাছ থেকে নরেশ বর্মন (48) এবং সবিতা বর্মন (45) নামে দু'জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । এছাড়াও ঘটনাস্থল থেকে দু'টি বিষের শিশিও উদ্ধার করেছে পুলিশ ।

আরও পড়ুন: বচসা থামাতে গিয়ে যুবতীর বঁটির আঘাতে মাথা ফাটল মহিলা কনস্টেবলের

পুলিশ জানিয়েছে, মৃত দু'জন সম্পর্কে দেওর ও বউদি । তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে । পুণ্ডিবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।

কোচবিহার, 28 অগস্ট: দেওর ও বউদির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল (Two Dead Body Recovered) ৷ ঘটনাটি ঘটেছে পুণ্ডিবাড়ি থানার পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের ছাঁট সিঙ্গিমারী এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পাতলাখাওয়া বনাঞ্চল লাগোয়া একটি গাছ থেকে নরেশ বর্মন (48) এবং সবিতা বর্মন (45) নামে দু'জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । এছাড়াও ঘটনাস্থল থেকে দু'টি বিষের শিশিও উদ্ধার করেছে পুলিশ ।

আরও পড়ুন: বচসা থামাতে গিয়ে যুবতীর বঁটির আঘাতে মাথা ফাটল মহিলা কনস্টেবলের

পুলিশ জানিয়েছে, মৃত দু'জন সম্পর্কে দেওর ও বউদি । তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে । পুণ্ডিবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.