কোচবিহার , 21 জুন : আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের ৷ বাংলা ভাগ নিয়ে তাঁর মন্তব্য অসংবিধানিক এবং এর জেরে গণ্ডগোলের আশঙ্কা রয়েছে । এই অভিযোগ তুলে বিজেপি সাংসদের বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল যুব নেতা জাকারিয়া হোসেন । তিনি কোচবিহার জেলার তৃনমূল যুব কংগ্রেসের সহ সভাপতি ।
পেশায় আইনজীবী ওই নেতা রবিবার রাতে দিনহাটা থানায় জন বার্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তাঁর মতে গত 10 বছরে তৃণমূল সরকারের আমলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ব্যাপক উন্নতি হয়েছে । তা সত্ত্বেও বাংলা ভাগ নিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন বিজেপি সাংসদ । এর ফলে এলাকা অশান্ত হয়ে উঠতে পারে । তাই তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার ।
আরও পড়ুন : Suvendu Adhikari : মেজাজ হারিয়ে সংবাদমাধ্যমকে বিষোদগার শুভেন্দুর
উল্লেখ্য, দিন কয়েক আগে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা অভিযোগ করেছিলেন উত্তরবঙ্গের দীর্ঘদিন ধরে উন্নয়ন হয়নি । উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে । তাই তাঁর মতে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা উচিত । যদিও জন বার্লার এই দাবিকে সমর্থন করেননি তাঁরই দলের সাংসদ নিশীথ প্রামানিক ।