ETV Bharat / state

মিছিল শেষ BJP কর্মীদের উপর হামলা, উত্তপ্ত মাথাভাঙা

author img

By

Published : Sep 4, 2020, 8:51 PM IST

Updated : Sep 4, 2020, 11:01 PM IST

আজ মাথাভাঙা মহকুমাশাসকের কার্যালয়ে BJP-র কর্মসূচি ছিল । সেই কর্মসূচি শেষে যখন BJP কর্মীরা বাড়ি ফিরছিল, সেসময় তৃণমূল কর্মীরা BJP কর্মীদের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ।

trinamool bjp clash in Coochbehar
কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল-BJP সংঘর্ষ

কোচবিহার, 4 সেপ্টেম্বর : BJP-র মিছিল শেষে বাড়ি ফেরার পথে BJP কর্মীদের গাড়ির উপর হামলা চালানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারের মাথাভাঙায় । দু'পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন জখম হয়েছে । ঘটনার খবর পেয়ে মাথাভাঙা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি পুলিশ লাঠিচার্জ করে ।

জানা গিয়েছে, আজ মাথাভাঙা মহকুমাশাসকের কার্যালয়ে BJP-র কর্মসূচি ছিল । সেই কর্মসূচি শেষে যখন BJP কর্মীরা বাড়ি ফিরছিল, সেসময় তৃণমূল কর্মীরা BJP কর্মীদের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথাভাঙা শহরে । হামলা-পালটা হামলায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । পরে মাথাভাঙা থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

মিছিল শেষ BJP কর্মীদের উপর হামলা

BJP-র কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, আজ কর্মসূচি শেষে যখন BJP কর্মীরা বাড়ি ফিরছিল সেসময় তৃণমূল দুষ্কৃতীরা হামলা চালায় । অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তথা শীতলকুচি এলাকার বিধায়ক হিতেন বর্মণ । তিনি পালটা BJP-র বিরুদ্ধে অভিযোগ করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ ।

কোচবিহার, 4 সেপ্টেম্বর : BJP-র মিছিল শেষে বাড়ি ফেরার পথে BJP কর্মীদের গাড়ির উপর হামলা চালানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারের মাথাভাঙায় । দু'পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন জখম হয়েছে । ঘটনার খবর পেয়ে মাথাভাঙা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি পুলিশ লাঠিচার্জ করে ।

জানা গিয়েছে, আজ মাথাভাঙা মহকুমাশাসকের কার্যালয়ে BJP-র কর্মসূচি ছিল । সেই কর্মসূচি শেষে যখন BJP কর্মীরা বাড়ি ফিরছিল, সেসময় তৃণমূল কর্মীরা BJP কর্মীদের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথাভাঙা শহরে । হামলা-পালটা হামলায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । পরে মাথাভাঙা থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

মিছিল শেষ BJP কর্মীদের উপর হামলা

BJP-র কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, আজ কর্মসূচি শেষে যখন BJP কর্মীরা বাড়ি ফিরছিল সেসময় তৃণমূল দুষ্কৃতীরা হামলা চালায় । অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তথা শীতলকুচি এলাকার বিধায়ক হিতেন বর্মণ । তিনি পালটা BJP-র বিরুদ্ধে অভিযোগ করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ ।

Last Updated : Sep 4, 2020, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.