কোচবিহার, 26 মে : প্রায় 6 কোটি টাকা ব্যয়ে কোচবিহার এমজেএন মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট তৈরি করা হবে । ইতিমধ্যে ইউনিটের প্রস্তুতি শুরু হয়েছে (Trauma Care Unit is Being set up at Cooch Behar MJN Hospital) । এই ইউনিটটি তৈরি হলে কোচবিহার জেলার পাশাপাশি পার্শ্ববর্তী আলিপুরদুয়ার ও নিম্ন অসমের বহু মানুষ উপকৃত হবেন । কোচবিহার এমজেএন মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা এমএসভিপি ডা. রাজীব প্রসাদ বলেন, "6 কোটি টাকা ব্যয়ে ট্রমা কেয়ার ইউনিট তৈরি করা হবে । এজন্য আপাতত হাসপাতালে জায়গা খোঁজা হচ্ছে ।"
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে বিশেষ করে দুর্ঘটনায় গুরুতর জখমদের জন্য অত্যন্ত প্রয়োজন । এধরনের ঘটনা ঘটলে বেসরকারি হাসপাতালের ওপর নির্ভর করতে হয় নতুবা শিলিগুড়িতে অবস্থিত উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে নিয়ে যেতে হয় । বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো অত্যন্ত ব্যয়বহুল ।
আরও পড়ুন : কোচবিহারের বলরামপুরে নতুন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন
পাশাপাশি শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল অনেকটা দূরে হওয়ায় বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয় । সে কারণে দীর্ঘদিন ধরে কোচবিহার মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট তৈরির দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে । এইসব কথা মাথায় রেখেই এবার মেডিক্য়াল কলেজে ট্রমা কেয়ার ইউনিট তৈরি করার বিষয়ে উদ্যোগী হয় মেডিক্য়াল কর্তৃপক্ষ । গত বছরের শুরুর দিকে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে বিষিয়টি নিয়ে আলোচনা হয় । তখন থেকেই উদ্যোগ নেওয়া হয়েছিল । সম্প্রতি চূড়ান্ত ছাড়পত্র মিলেছে । জায়গা পেলেই কাজ শুরু হবে ।"