ETV Bharat / state

NBSTC Will Launch New Routes : লাভা-কালিংপং পর্যটনে নতুন রুট চালু করবে এনবিএসটিসি - NBSTC Will Launch New Routes

NBSTC পরিবহন সংস্থা পর্যটনে নতুন রুট চালু করতে চলেছে (NBSTC Will Launch New Routes) ৷ বুধবার এই পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় ৷

NBSTC Will Launch New Routes
নতুন রুট চালু করবে পরিবহন সংস্থা NBSTC
author img

By

Published : Apr 13, 2022, 10:16 PM IST

কোচবিহার , 13 এপ্রিল : পর্যটনে নতুন রুট চালু করতে চলেছে পরিবহন সংস্থা NBSTC (NBSTC Will Launch New Routes)। কোচবিহার থেকে লাভা-রিশপ-পেডং রুটে এই পরিষেবা দেওয়া হবে। 2 রাত 3 দিনে খরচ পড়বে 7000 টাকা ৷ বুধবার এই পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হল ৷

কোচবিহার-বক্সিরহাট ভায়া তুফানগঞ্জ রুটে দীর্ঘদিন ধরে বাস পরিষেবা বন্ধ ছিল। সেই রুটে NBSTC বাস পরিষেবা চালু করল। জানা গিয়েছে, সবুজের পথে হাতছানির মধ্যে দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন ভ্রমণ স্থান ঘোরাতে পরিবহন সংস্থা এনবিএসটিসি । আগে কোচবিহার থেকে তিনটি প্যাকেজ চালু ছিল। সেগুলি হল কোচবিহার-মূর্তি-ঝালং-বিন্দু, কোচবিহার-মূর্তি-লাটাগুড়ি-চলসা এবং কোচবিহার-গরুবাথান-লাভা-কালিংপং-সেবক। বৃহস্পতিবার নতুন করে আরেকটি রুট চালু করা হল। পাশাপাশি দীর্ঘদিন ধরে কোচবিহার-বক্সিরহাট ভায়া তুফানগঞ্জ রুটে বাস পরিষেবা বন্ধ ছিল । এদিন সেই রুটেও বাস চলাচল শুরু হয়।

সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়

আরও পড়ুন : কসবা পরিবহণ ভবন এলাকায় তৈরি হচ্ছে সিএনজি স্টেশন

সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, "বর্তমানে 18 কোটি টাকা খরচ হলেও সংস্থার আয় 16 কোটি টাকা। তবে আয় যেভাবে বাড়ছে তাতে পুজোর আগেই এই ঘাটতি পূরণ হয়ে যাবে।"

কোচবিহার , 13 এপ্রিল : পর্যটনে নতুন রুট চালু করতে চলেছে পরিবহন সংস্থা NBSTC (NBSTC Will Launch New Routes)। কোচবিহার থেকে লাভা-রিশপ-পেডং রুটে এই পরিষেবা দেওয়া হবে। 2 রাত 3 দিনে খরচ পড়বে 7000 টাকা ৷ বুধবার এই পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হল ৷

কোচবিহার-বক্সিরহাট ভায়া তুফানগঞ্জ রুটে দীর্ঘদিন ধরে বাস পরিষেবা বন্ধ ছিল। সেই রুটে NBSTC বাস পরিষেবা চালু করল। জানা গিয়েছে, সবুজের পথে হাতছানির মধ্যে দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন ভ্রমণ স্থান ঘোরাতে পরিবহন সংস্থা এনবিএসটিসি । আগে কোচবিহার থেকে তিনটি প্যাকেজ চালু ছিল। সেগুলি হল কোচবিহার-মূর্তি-ঝালং-বিন্দু, কোচবিহার-মূর্তি-লাটাগুড়ি-চলসা এবং কোচবিহার-গরুবাথান-লাভা-কালিংপং-সেবক। বৃহস্পতিবার নতুন করে আরেকটি রুট চালু করা হল। পাশাপাশি দীর্ঘদিন ধরে কোচবিহার-বক্সিরহাট ভায়া তুফানগঞ্জ রুটে বাস পরিষেবা বন্ধ ছিল । এদিন সেই রুটেও বাস চলাচল শুরু হয়।

সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়

আরও পড়ুন : কসবা পরিবহণ ভবন এলাকায় তৈরি হচ্ছে সিএনজি স্টেশন

সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, "বর্তমানে 18 কোটি টাকা খরচ হলেও সংস্থার আয় 16 কোটি টাকা। তবে আয় যেভাবে বাড়ছে তাতে পুজোর আগেই এই ঘাটতি পূরণ হয়ে যাবে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.