ETV Bharat / state

Separate State: সাংসদ হয়েও পৃথক রাজ্যের পক্ষে সওয়াল অনন্তর, কটাক্ষ তৃণমূলের - তৃণমূল

Ananta Maharaj on Separate State: সোমবার রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ নিয়েছেন অনন্ত মহারাজ ৷ তার পর তিনি আরও একবার পৃথক রাজ্যের পক্ষে সওয়াল করেছেন ৷ যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷ বিজেপি বলছে, এটা অনন্ত মহারাজের ব্যক্তিগত মত ৷ আর তৃণমূল পালটা কটাক্ষ করেছে বিজেপিকে ৷

Ananta Maharaj
অন্তত মহারাজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 8:02 PM IST

কোচবিহার, 22 অগস্ট: কোচবিহারকে আলাদা রাজ্য করে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে সরব অন্তত মহারাজ ৷ বহুবার তাঁর মুখে সেই কারণে বাংলা ভাগের কথা শোনা গিয়েছে ৷ সোমবারও তিনি একই কথা বলেছেন ৷ কিন্তু যেহেতু তিনি এখন রাজ্যসভায় বিজেপির সাংসদ ৷ তাই এই নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে ৷ তৃণমূল এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে ৷ আর বিজেপি এই বক্তব্যকে অনন্ত মহারাজের ব্যক্তিগত মত বলে এড়িয়ে গিয়েছে ৷

রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সামনে পৃথক রাজ্য ভাগ ইস্যুতে সোমবার সরব হন গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্রনাথ রায় । তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার আশ্বাস আগেই দিয়েছে । তাই তিনি সংসদে বিষয়টি নিয়ে সরব হবেন ।

এই নিয়ে অনন্ত মহারাজ ও বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল । রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, ‘‘অনন্ত মহারাজ যে বাংলাভাগের কথা বলছেন, সেটা নিয়ে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য কী সেটা বাংলার মানুষকে জানানো দরকার । পাশাপাশি অনন্ত মহারাজ যে রাজ্য পুনর্গঠনের কথা বলছেন সেক্ষেত্রে অসম ও বিহারের যে অংশ যুক্ত হবে, সেখানকার মানুষের কী বক্তব্য ! ওই দুই রাজ্য সরকারের কী বক্তব্য সেটাও জানা প্রয়োজন । তাছাড়া যেহেতু সামনে লোকসভা নির্বাচন, তাই বিজেপি অনন্ত মহারাজকে দিয়ে এই ধরনের বিতর্ক উসকে দিয়ে ভোটে জিততে চাইছে । মানুষ বুঝে গিয়েছে । এসব করে লাভ হবে না ।’’

এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ‘‘বিজেপির রাজ্য নেতৃত্ব বাংলাভাগ নিয়ে কিছু বলেননি । অনন্ত মহারাজ যেটা বলেছেন, সেটা ওঁর নিজস্ব বক্তব্য ।’’

উল্লেখ্য, পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন অনন্ত মহারাজের নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন । উত্তরবঙ্গ ও অসমের একটা বড় অংশে অনন্ত মহারাজের প্রভাব রয়েছে । দীর্ঘদিন ধরে অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির সম্পর্ক ভালো । এর ফলে বিগত নির্বাচনগুলোতে বিজেপির হয়ে ভোটপ্রচারে অংশ নিয়েছিলেন তিনি ।

আরও পড়ুন: নজরে রাজবংশী ভোট, অনন্ত মহারাজ কি রাজ্যসভায় বিজেপি প্রার্থী ?

আর এটা বুঝতে পেরেই অনন্ত মহারাজের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে তৃণমূল উদ্যোগী হলেও অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করে বিজেপি সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে । রাজনৈতিক মহলের মতে, 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এই কৌশল নিয়েছে ।

কোচবিহার, 22 অগস্ট: কোচবিহারকে আলাদা রাজ্য করে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে সরব অন্তত মহারাজ ৷ বহুবার তাঁর মুখে সেই কারণে বাংলা ভাগের কথা শোনা গিয়েছে ৷ সোমবারও তিনি একই কথা বলেছেন ৷ কিন্তু যেহেতু তিনি এখন রাজ্যসভায় বিজেপির সাংসদ ৷ তাই এই নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে ৷ তৃণমূল এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে ৷ আর বিজেপি এই বক্তব্যকে অনন্ত মহারাজের ব্যক্তিগত মত বলে এড়িয়ে গিয়েছে ৷

রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সামনে পৃথক রাজ্য ভাগ ইস্যুতে সোমবার সরব হন গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্রনাথ রায় । তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার আশ্বাস আগেই দিয়েছে । তাই তিনি সংসদে বিষয়টি নিয়ে সরব হবেন ।

এই নিয়ে অনন্ত মহারাজ ও বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল । রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, ‘‘অনন্ত মহারাজ যে বাংলাভাগের কথা বলছেন, সেটা নিয়ে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য কী সেটা বাংলার মানুষকে জানানো দরকার । পাশাপাশি অনন্ত মহারাজ যে রাজ্য পুনর্গঠনের কথা বলছেন সেক্ষেত্রে অসম ও বিহারের যে অংশ যুক্ত হবে, সেখানকার মানুষের কী বক্তব্য ! ওই দুই রাজ্য সরকারের কী বক্তব্য সেটাও জানা প্রয়োজন । তাছাড়া যেহেতু সামনে লোকসভা নির্বাচন, তাই বিজেপি অনন্ত মহারাজকে দিয়ে এই ধরনের বিতর্ক উসকে দিয়ে ভোটে জিততে চাইছে । মানুষ বুঝে গিয়েছে । এসব করে লাভ হবে না ।’’

এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ‘‘বিজেপির রাজ্য নেতৃত্ব বাংলাভাগ নিয়ে কিছু বলেননি । অনন্ত মহারাজ যেটা বলেছেন, সেটা ওঁর নিজস্ব বক্তব্য ।’’

উল্লেখ্য, পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন অনন্ত মহারাজের নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন । উত্তরবঙ্গ ও অসমের একটা বড় অংশে অনন্ত মহারাজের প্রভাব রয়েছে । দীর্ঘদিন ধরে অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির সম্পর্ক ভালো । এর ফলে বিগত নির্বাচনগুলোতে বিজেপির হয়ে ভোটপ্রচারে অংশ নিয়েছিলেন তিনি ।

আরও পড়ুন: নজরে রাজবংশী ভোট, অনন্ত মহারাজ কি রাজ্যসভায় বিজেপি প্রার্থী ?

আর এটা বুঝতে পেরেই অনন্ত মহারাজের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে তৃণমূল উদ্যোগী হলেও অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করে বিজেপি সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে । রাজনৈতিক মহলের মতে, 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এই কৌশল নিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.