ETV Bharat / state

TMC Factionalism: নয়া কমিটি নাপসন্দ, তৃণমূল কার্যালয়ে তালা ঝোলালেন দলেরই কর্মীরা

কোচবিহারের (Coochbehar) মাথাভাঙায় (Mathabhanga) দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন স্থানীয় তৃণমূলকর্মীরা (Party Members Lock Local Office) ৷ দলের নতুন ব্লক ও অঞ্চল কমিটি ঘোষিত হতেই ফের প্রকাশ্যে জেলা তৃণমূলের গোষ্ঠীকোন্দল (TMC Factionalism) ৷

TMC Factionalism Party Members Lock Local Office after declare New Block Committee
TMC Factionalism: নয়া কমিটি নাপসন্দ, তৃণমূল কার্যালয়ে তালা ঝোলালেন দলেরই কর্মীরা
author img

By

Published : Nov 18, 2022, 7:24 PM IST

কোচবিহার, 18 নভেম্বর: কোচবিহারে (Coochbehar) আবারও প্রকাশ্যে শাসক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল (TMC Factionalism) ৷ মাথাভাঙায় (Mathabhanga) দলের নতুন ব্লক ও অঞ্চল কমিটি ঘোষিত হতেই শুরু সংঘাত ৷ নয়া কমিটি (New Block Committee) পছন্দ না হওয়ায় দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন স্থানীয় তৃণমূলকর্মীরা (Party Members Lock Local Office) ৷ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের কথা বললেন তৃণমূল জেলা সভাপতি ৷ মানতে নারাজ গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব ৷

বৃহস্পতিবারই মাথাভাঙ্গা-1 ব্লকের শিকারপুর এলাকায় নয়া অঞ্চল ও ব্লক কমিটি গঠন করে তৃণমূল নেতৃত্ব ৷ এর 24 ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তৃণমূল কর্মীরা ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মাথাভাঙা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি কামাল হোসেন বলেন, "2019-এর লোকসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা ভোটে যাঁরা বিজেপি-এর রক্তচক্ষু উপেক্ষা করে দলের জন্য কাজ করেছিলেন, তাঁদের কাউকে নতুন কমিটিতে জায়গা দেওয়া হয়নি ৷ বদলে পার্থপ্রতিম রায়কে হারানোর জন্য বিজেপি-এর যে হার্মাদ সবরকম চেষ্টা করেছিলেন, তাঁকেই কমিটির সদস্য করা হয়েছে ৷ এরই প্রতিবাদে দলের একেবারে সাধারণ কর্মীরা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ৷ এটা তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ ৷ "

ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল ৷

আরও পড়ুন: তৃণমূল কর্মীদের মদত ছাড়া পঞ্চায়েতে প্রার্থী দিতে পারবে না বিজেপি: উদয়ন

এ নিয়ে খুব বেশি কথা বলতে রাজি হননি মাথাভাঙা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্রনাথ বর্মন ৷ যদিও তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমে কর্মীদের ক্ষোভ মেটানোর চেষ্টা করা হবে ৷ অন্যদিকে, দলের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, বিষয়টি তাঁর জানা নেই ! খোঁজ নিয়ে দেখবেন ৷ প্রায় একই সুর শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের গলাতেও ৷ যদিও জেলা সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন কামাল হোসেনরা ৷ তাঁর বক্তব্য, এই অভিজিৎ দে ভৌমিকই মমতা বন্দ্য়োপাধ্যায়ের ছবিতে জুতার মালা পরিয়েছিলেন ! তিনি তৃণমূল কংগ্রেসকে কীভাবে ভালোবাসবেন ? বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে খতিয়ে দেখারও আবেদন করেছেন কামাল ৷ অন্যদিকে, অভিজিৎ দলীয় কোন্দলের তত্ত্ব একবাক্যে খারিজ করে দিয়েছেন ৷

কোচবিহার, 18 নভেম্বর: কোচবিহারে (Coochbehar) আবারও প্রকাশ্যে শাসক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল (TMC Factionalism) ৷ মাথাভাঙায় (Mathabhanga) দলের নতুন ব্লক ও অঞ্চল কমিটি ঘোষিত হতেই শুরু সংঘাত ৷ নয়া কমিটি (New Block Committee) পছন্দ না হওয়ায় দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন স্থানীয় তৃণমূলকর্মীরা (Party Members Lock Local Office) ৷ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের কথা বললেন তৃণমূল জেলা সভাপতি ৷ মানতে নারাজ গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব ৷

বৃহস্পতিবারই মাথাভাঙ্গা-1 ব্লকের শিকারপুর এলাকায় নয়া অঞ্চল ও ব্লক কমিটি গঠন করে তৃণমূল নেতৃত্ব ৷ এর 24 ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তৃণমূল কর্মীরা ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মাথাভাঙা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি কামাল হোসেন বলেন, "2019-এর লোকসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা ভোটে যাঁরা বিজেপি-এর রক্তচক্ষু উপেক্ষা করে দলের জন্য কাজ করেছিলেন, তাঁদের কাউকে নতুন কমিটিতে জায়গা দেওয়া হয়নি ৷ বদলে পার্থপ্রতিম রায়কে হারানোর জন্য বিজেপি-এর যে হার্মাদ সবরকম চেষ্টা করেছিলেন, তাঁকেই কমিটির সদস্য করা হয়েছে ৷ এরই প্রতিবাদে দলের একেবারে সাধারণ কর্মীরা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ৷ এটা তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ ৷ "

ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল ৷

আরও পড়ুন: তৃণমূল কর্মীদের মদত ছাড়া পঞ্চায়েতে প্রার্থী দিতে পারবে না বিজেপি: উদয়ন

এ নিয়ে খুব বেশি কথা বলতে রাজি হননি মাথাভাঙা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্রনাথ বর্মন ৷ যদিও তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমে কর্মীদের ক্ষোভ মেটানোর চেষ্টা করা হবে ৷ অন্যদিকে, দলের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, বিষয়টি তাঁর জানা নেই ! খোঁজ নিয়ে দেখবেন ৷ প্রায় একই সুর শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের গলাতেও ৷ যদিও জেলা সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন কামাল হোসেনরা ৷ তাঁর বক্তব্য, এই অভিজিৎ দে ভৌমিকই মমতা বন্দ্য়োপাধ্যায়ের ছবিতে জুতার মালা পরিয়েছিলেন ! তিনি তৃণমূল কংগ্রেসকে কীভাবে ভালোবাসবেন ? বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে খতিয়ে দেখারও আবেদন করেছেন কামাল ৷ অন্যদিকে, অভিজিৎ দলীয় কোন্দলের তত্ত্ব একবাক্যে খারিজ করে দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.