কোচবিহার, 3 সেপ্টেম্বর : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের পিলখানা এলাকা ৷ পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তোলে অভিযোগকারীরা ৷ ঘটনায় জখম হয়েছেন তিনজন ৷
জানা গিয়েছে, পিলখানা এলাকায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য নুর আলমের অধীনে স্থনীয় একটি ক্লাব ছিল ৷ অভিযোগ, ক্লাবকে সামনে রেখে জমির কারবারি চলত ৷ সম্প্রতি ওই ক্লাবের দখল নেয় বুথ সভাপতি রমজান আলি ৷ এরপরেই নুর আলমের ভাইয়ের কাছে 2 লাখ টাকার দাবি করা হয় বলে অভিযোগ ওঠে ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ এরপরেই পুলিশে অভিযোগ জানাতে যায় রমজান আলিরা ৷ অভিযোগ, পুলিশের কাছে গেলে তাঁদের ওপর লাঠিচার্জ করা হয় ৷ বুথ সভাপতি রমজান আলির অভিযোগ, " প্রাক্তন পঞ্চায়েত সদস্য নুর আলম এলাকায় নানা অসামাজিক কাজকর্ম করত ৷ সে-সব বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে ভয় দেখানো হত ৷
এদিন এ বিষয়ে কোতয়ালি থানায় অভিযোগ জানাতে যাওয়া হয় ৷ সেই সময়ই পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে ৷ " অপরদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নুর আলম ৷ এপ্রসঙ্গে তিনি বলেন, "কোনও অসামাজিক কাজকর্ম আমরা করি না ৷ ওই ছেলেরাই আমার ভাইকে ডেকে দু লাখ টাকা দাবি করে ৷ "