ETV Bharat / state

শীতলকুচিতে তৃণমূল-BJP সংঘর্ষ - কোচবিহার

কোচবিহারের শীতলকুচিতে 15টি বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ভাঙচুরের ঘটনায় জখম 5 BJP কর্মী ৷

দলীয় অফিস দখল ঘিরে ফের উত্তপ্ত শীতলকুচি
author img

By

Published : Aug 19, 2019, 3:18 PM IST

কোচবিহার, 19 অগাস্ট : শীতলকুচি ব্লকের খালিসমারি এলাকার সরকারহাটে তৃণমূল-BJP সংঘর্ষ ৷ 15টি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ জখম হয়েছে 5 BJP কর্মী ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

BJP-র বক্তব্য, তৃণমূল কর্মীরা 15টির মতো বাড়িতে ভাঙচুর চালিয়েছে ৷ শীতলকুচি ও মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থানে আসে । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হিতেন বর্মণ নামে এক BJP কর্মী ৷

শীতলকুচির BJP নেতা সন্তোষ বর্মণ বলেন, "বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা ৷ পাঁচ জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে হিতেনবাবুর অবস্থা আশঙ্কাজনক ৷''

কোচবিহারের শীতলকুচিতে 15টি বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ভাঙচুরের ঘটনায় জখম 5 BJP কর্মী

BJP কর্মী অমিত বর্মণের কথায়, "শীতলকুচি ব্লকের খালিসমারি এলাকায় আমাদের অফিস দখল করতে যায় তৃণমূলের কিছু দুষ্কৃতী । ধারালো অস্ত্রের কোপে আমাদের এক কর্মী জখম হন ৷" যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা সাহের আলি বলেন, "ওটা BJP-র গোষ্ঠী কোন্দল । ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ।"

কোচবিহার, 19 অগাস্ট : শীতলকুচি ব্লকের খালিসমারি এলাকার সরকারহাটে তৃণমূল-BJP সংঘর্ষ ৷ 15টি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ জখম হয়েছে 5 BJP কর্মী ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

BJP-র বক্তব্য, তৃণমূল কর্মীরা 15টির মতো বাড়িতে ভাঙচুর চালিয়েছে ৷ শীতলকুচি ও মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থানে আসে । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হিতেন বর্মণ নামে এক BJP কর্মী ৷

শীতলকুচির BJP নেতা সন্তোষ বর্মণ বলেন, "বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা ৷ পাঁচ জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে হিতেনবাবুর অবস্থা আশঙ্কাজনক ৷''

কোচবিহারের শীতলকুচিতে 15টি বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ভাঙচুরের ঘটনায় জখম 5 BJP কর্মী

BJP কর্মী অমিত বর্মণের কথায়, "শীতলকুচি ব্লকের খালিসমারি এলাকায় আমাদের অফিস দখল করতে যায় তৃণমূলের কিছু দুষ্কৃতী । ধারালো অস্ত্রের কোপে আমাদের এক কর্মী জখম হন ৷" যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা সাহের আলি বলেন, "ওটা BJP-র গোষ্ঠী কোন্দল । ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ।"

Intro:পার্টি অফিস দখল ঘিরে ফের উত্তপ্ত শীতলকুচি ৷ভাংচুর ১২টি বাড়ি ৷ আহত 5 BJP কর্মী ৷


কোচবিহার :১৯ আগষ্ট :


ফের তৃনমূল–বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের শিতলখুচি। ওই ঘটনায় আহত 5 জন বিজেপি কর্মী।এদের মধ্যে একজন গুরুতর জখম হন ৷ BJP -র অভিযোগ তৃনমূল কর্মীরা ভাংচুর চালায় ১৩-থেকে 15 টি বাড়ি ৷ ঘটনাটি ঘটেছে শীতলখুচি ব্লকের খালিসমারি এলাকার সরকারহাট গ্রামে । শীতলকুচি ও মাথাভাঙ্গা থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন । মোতায়েন করা হয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


আশঙ্কাজনক আহত ব্যক্তির নাম হিতেন বর্মণ।সে BJP কর্মী বলে পরিচিত ৷


শীতলকুচির BJPনেতা সন্তোষ বর্মন জানান "তাঁদের ১২ থেকে ১৫ টি বাড়ি ভাংচুর করে তৃনমূল কর্মীরা ,পাঁচজন আহত হন ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ স্থানীয়
বিজেপি কর্মী অমিত বর্মণ জানান " শীতলখুচি ব্লকের খালিসমারি এলাকায় বিজেপির পার্টি অফিস দখল করতে যান তৃনমূলের কিছু দুষ্কৃতীরা। সেই সময় সেখানে আমাদের লোকজনকে দেখে তৃনমূলের দুষ্কৃতীরা হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় একজন BJP কর্মীকে ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে তৃনুমুল স্থানীয় নেতা সাহের আলি। তার দাবী, "ওটা বিজেপির গোষ্ঠী কোন্দল। ওই ঘটনার সাথে তৃনমূলে কোন সম্পর্ক নেই।"Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.