ETV Bharat / state

দিনহাটায় তৃণমূল-BJP সংঘর্ষ, জখম দু'পক্ষের 10 - Cooch Behar

কাটমানি ইশুতে দিনহাটায় সংঘর্ষ হয় তৃণমূল কংগ্রেস ও BJP-এর । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে । পাশাপাশি, কাটমানি টাকা ফেরতের দাবিতে দিনহাটার বুড়িরহাটে তৃণমূল প্রধানের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ।

এলাকায় মোতায়েন পুলিশ
author img

By

Published : Jul 6, 2019, 2:33 AM IST

Updated : Jul 6, 2019, 7:42 AM IST

দিনহাটা, 6 জুলাই : কাটমানি ইশুতে দিনহাটায় সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস ও BJP । ঘটনায় কমপক্ষে 10 জন জখম হয়েছে । যদিও উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ।

কাটমানির টাকা ফেরত সহ একাধিক দাবিতে গতকাল তৃণমূল পরিচালিত পুঁটিমারি-2 নম্বর গ্রাম পঞ্চায়েত ডেপুটেশন দিতে যায় BJP কর্মীরা । অভিযোগ, পঞ্চায়েত কার্যালয়ে ঢোকার সময় তাদের উপর হামলা চালায় তৃণমূলের লোকজন । সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলের কর্মী-সমর্থকরা । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দিনহাটা থানার পুলিশ । সংঘর্ষের জেরে কমপক্ষে 10 জন জখম হয়েছেন । তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । পরে চারজনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

এই সংক্রান্ত আরও খবর : 21 লাখ টাকা কাটমানি ফেরানোর আশ্বাস তৃণমূল নেতার; বললেন, "এর জন্য দিদি দায়ি"

BJP-র কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভার দাবি, ডেপুটেশনের জন্য আগে থেকেই অনুমতি নেওয়া ছিল । সেইমতো পঞ্চায়েত কার্যালয়ে যাওয়ার সময় নুর আলমের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা BJP কর্মীদের উপর হামলা চালায় । পুলিশের সামনেই হামলা করা হয়েছে বলে অভিযোগ BJP নেত্রীর । তিনি বলেন, "আমাদের মণ্ডল সভাপতি নৃপেন সরকার হাসপাতালে ভরতি রয়েছেন । দিনহাটার ওই মণ্ডলের সভাপতি সঞ্জীব চক্রবর্তী ও তাঁর বাবা ছুরিকাহত হয়েছেন । তাঁরা দিনহাটা হাসপাতালে ভরতি । " তাঁর অভিযোগ, কোচবিহারে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে । এর নেতৃত্ব দিচ্ছেন এলাকার বিধায়ক উদয়ন গুহ ও অন্য তৃণমূল নেতারা । পাশাপাশি, পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন BJP নেত্রী । তাঁর অভিযোগ, "কোচবিহারের সিতাই ও দিনহাটায় পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । " যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের পালটা অভিযোগ, "ডেপুটেশন জমা দেওয়ার নামে এসে অশান্তি বাধানোর চেষ্টা করে BJP কর্মীরা । "

দেখুন ভিডিয়ো

এই সংক্রান্ত আরও খবর : কাটমানির নালিশ শুনতে এবার উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল

অন্যদিকে, কাটমানির টাকা ফেরতের দাবিতে গতকাল দিনহাটার বুড়িরহাটে তৃণমূল প্রধান প্রভাত বর্মণের বাড়িতে যান স্থানীয়রা । সেসময় বাড়িতে ছিলেন না প্রভাত । উত্তেজিতে জনতা তাঁর বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ । একটি মোটরবাইক ও টোটো নিয়ে চলে যায় স্থানীয়রা । প্রভাতের অভিযোগ, 150-200 BJP কর্মী তাঁর বাড়িতে হামলা চালিয়েছে । তাঁর কথায়, "আমার স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে BJP-র লোকজন বাড়িতে ঢুকে যায় । স্ত্রী জ্ঞান হারায় । পরে হাসপাতালে ভরতি করা হয়েছে । আমার ভাইয়ের ঘরেও ভাঙচুর করা হয়েছে ।"

এই সংক্রান্ত আরও খবর : সরকারি কাজে কাটমানি, টাকা ফেরতের জন্য মুচলেকা তৃণমূল নেতার

দিনহাটা, 6 জুলাই : কাটমানি ইশুতে দিনহাটায় সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস ও BJP । ঘটনায় কমপক্ষে 10 জন জখম হয়েছে । যদিও উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ।

কাটমানির টাকা ফেরত সহ একাধিক দাবিতে গতকাল তৃণমূল পরিচালিত পুঁটিমারি-2 নম্বর গ্রাম পঞ্চায়েত ডেপুটেশন দিতে যায় BJP কর্মীরা । অভিযোগ, পঞ্চায়েত কার্যালয়ে ঢোকার সময় তাদের উপর হামলা চালায় তৃণমূলের লোকজন । সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলের কর্মী-সমর্থকরা । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দিনহাটা থানার পুলিশ । সংঘর্ষের জেরে কমপক্ষে 10 জন জখম হয়েছেন । তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । পরে চারজনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

এই সংক্রান্ত আরও খবর : 21 লাখ টাকা কাটমানি ফেরানোর আশ্বাস তৃণমূল নেতার; বললেন, "এর জন্য দিদি দায়ি"

BJP-র কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভার দাবি, ডেপুটেশনের জন্য আগে থেকেই অনুমতি নেওয়া ছিল । সেইমতো পঞ্চায়েত কার্যালয়ে যাওয়ার সময় নুর আলমের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা BJP কর্মীদের উপর হামলা চালায় । পুলিশের সামনেই হামলা করা হয়েছে বলে অভিযোগ BJP নেত্রীর । তিনি বলেন, "আমাদের মণ্ডল সভাপতি নৃপেন সরকার হাসপাতালে ভরতি রয়েছেন । দিনহাটার ওই মণ্ডলের সভাপতি সঞ্জীব চক্রবর্তী ও তাঁর বাবা ছুরিকাহত হয়েছেন । তাঁরা দিনহাটা হাসপাতালে ভরতি । " তাঁর অভিযোগ, কোচবিহারে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে । এর নেতৃত্ব দিচ্ছেন এলাকার বিধায়ক উদয়ন গুহ ও অন্য তৃণমূল নেতারা । পাশাপাশি, পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন BJP নেত্রী । তাঁর অভিযোগ, "কোচবিহারের সিতাই ও দিনহাটায় পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । " যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের পালটা অভিযোগ, "ডেপুটেশন জমা দেওয়ার নামে এসে অশান্তি বাধানোর চেষ্টা করে BJP কর্মীরা । "

দেখুন ভিডিয়ো

এই সংক্রান্ত আরও খবর : কাটমানির নালিশ শুনতে এবার উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল

অন্যদিকে, কাটমানির টাকা ফেরতের দাবিতে গতকাল দিনহাটার বুড়িরহাটে তৃণমূল প্রধান প্রভাত বর্মণের বাড়িতে যান স্থানীয়রা । সেসময় বাড়িতে ছিলেন না প্রভাত । উত্তেজিতে জনতা তাঁর বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ । একটি মোটরবাইক ও টোটো নিয়ে চলে যায় স্থানীয়রা । প্রভাতের অভিযোগ, 150-200 BJP কর্মী তাঁর বাড়িতে হামলা চালিয়েছে । তাঁর কথায়, "আমার স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে BJP-র লোকজন বাড়িতে ঢুকে যায় । স্ত্রী জ্ঞান হারায় । পরে হাসপাতালে ভরতি করা হয়েছে । আমার ভাইয়ের ঘরেও ভাঙচুর করা হয়েছে ।"

এই সংক্রান্ত আরও খবর : সরকারি কাজে কাটমানি, টাকা ফেরতের জন্য মুচলেকা তৃণমূল নেতার

Intro:কোচবিহার: চোর অপবাদ দেওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ । বৃহস্পতিবার রাতে কোচবিহার শহর সংলগ্ন হরিনচওড়া এলাকার ঘটনা। মৃত ওই গৃহবধূর নাম আরজিনা বিবি। মৃতের বাপের বাড়ির অভিযোগ দিন দুয়েক আগে বাড়ি থেকে ১৬০০ টাকা চুরি যায়। বিষয়টি নিয়ে শ্বশুর বাড়ির লোকজন অভিযোগের আঙুল তোলে গৃহবধূর দিকে। যদিও বিষয়টি নিয়ে শ্বশুরবাড়ির লোকেরা কিছু বলতে চাননি।
Body:
জানা গিয়েছে, বছর চারেক আগে কোচবিহারের হরিণ চওড়া বাসিন্দা বাপ্পা হোসেনের সাথে প্রতিবেশি আর্জিনার বিয়ে হয়। বাপ্পা হোসেন পেশায় গ্রিল মিস্ত্রী। তাদের একটি পাঁচ বছরের সন্তানও রয়েছে। জানা গিয়েছে দিন দুয়েক আগে ওই গৃহবধূর ভাসুরের ঘর থেকে ১৬০০ টাকা চুরি যায়। এরপর বাড়ির লোকেরা আরজিনা বিবি কে সন্দেহ করেন। সে অস্বীকার করলে বাড়িতে কবিরাজ ডাক হয়। এরপর কবিরাজও জানায় আর্জিনাই সেই টাকা চুরি করেছে। এরপরই গতকাল রাতে সে আত্মঘাতী হয়। মৃত গৃহবধূর বোন মনোয়ারা বিবি বলেন চোর অপবাদ দেওয়ার কারণেই আমার দিদি আত্মঘাতী হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।# Conclusion:WB-CRB-8001-05JULY-SUICIDE-SCRIPT-SHUBHANKOR
Last Updated : Jul 6, 2019, 7:42 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.