দিনহাটা, 6 জুলাই : কাটমানি ইশুতে দিনহাটায় সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস ও BJP । ঘটনায় কমপক্ষে 10 জন জখম হয়েছে । যদিও উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ।
কাটমানির টাকা ফেরত সহ একাধিক দাবিতে গতকাল তৃণমূল পরিচালিত পুঁটিমারি-2 নম্বর গ্রাম পঞ্চায়েত ডেপুটেশন দিতে যায় BJP কর্মীরা । অভিযোগ, পঞ্চায়েত কার্যালয়ে ঢোকার সময় তাদের উপর হামলা চালায় তৃণমূলের লোকজন । সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলের কর্মী-সমর্থকরা । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দিনহাটা থানার পুলিশ । সংঘর্ষের জেরে কমপক্ষে 10 জন জখম হয়েছেন । তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । পরে চারজনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
এই সংক্রান্ত আরও খবর : 21 লাখ টাকা কাটমানি ফেরানোর আশ্বাস তৃণমূল নেতার; বললেন, "এর জন্য দিদি দায়ি"
BJP-র কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভার দাবি, ডেপুটেশনের জন্য আগে থেকেই অনুমতি নেওয়া ছিল । সেইমতো পঞ্চায়েত কার্যালয়ে যাওয়ার সময় নুর আলমের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা BJP কর্মীদের উপর হামলা চালায় । পুলিশের সামনেই হামলা করা হয়েছে বলে অভিযোগ BJP নেত্রীর । তিনি বলেন, "আমাদের মণ্ডল সভাপতি নৃপেন সরকার হাসপাতালে ভরতি রয়েছেন । দিনহাটার ওই মণ্ডলের সভাপতি সঞ্জীব চক্রবর্তী ও তাঁর বাবা ছুরিকাহত হয়েছেন । তাঁরা দিনহাটা হাসপাতালে ভরতি । " তাঁর অভিযোগ, কোচবিহারে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে । এর নেতৃত্ব দিচ্ছেন এলাকার বিধায়ক উদয়ন গুহ ও অন্য তৃণমূল নেতারা । পাশাপাশি, পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন BJP নেত্রী । তাঁর অভিযোগ, "কোচবিহারের সিতাই ও দিনহাটায় পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । " যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের পালটা অভিযোগ, "ডেপুটেশন জমা দেওয়ার নামে এসে অশান্তি বাধানোর চেষ্টা করে BJP কর্মীরা । "
এই সংক্রান্ত আরও খবর : কাটমানির নালিশ শুনতে এবার উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল
অন্যদিকে, কাটমানির টাকা ফেরতের দাবিতে গতকাল দিনহাটার বুড়িরহাটে তৃণমূল প্রধান প্রভাত বর্মণের বাড়িতে যান স্থানীয়রা । সেসময় বাড়িতে ছিলেন না প্রভাত । উত্তেজিতে জনতা তাঁর বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ । একটি মোটরবাইক ও টোটো নিয়ে চলে যায় স্থানীয়রা । প্রভাতের অভিযোগ, 150-200 BJP কর্মী তাঁর বাড়িতে হামলা চালিয়েছে । তাঁর কথায়, "আমার স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে BJP-র লোকজন বাড়িতে ঢুকে যায় । স্ত্রী জ্ঞান হারায় । পরে হাসপাতালে ভরতি করা হয়েছে । আমার ভাইয়ের ঘরেও ভাঙচুর করা হয়েছে ।"
এই সংক্রান্ত আরও খবর : সরকারি কাজে কাটমানি, টাকা ফেরতের জন্য মুচলেকা তৃণমূল নেতার