ETV Bharat / state

BJP Workers House Attacked: দিনহাটায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল - BJP Workers Home Vandalized

বুড়িরহাটে গন্ডগোলের জের ! রাত হতেই দিনহাটার গ্রামগঞ্জে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (BJP Workers Home Vandalized) ৷

BJP Workers Home Vandalised
বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর
author img

By

Published : Feb 26, 2023, 10:30 AM IST

Updated : Feb 26, 2023, 12:15 PM IST

দিনহাটায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দিনহাটা, 26 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে আক্রমণ ও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শনিবার ৷ তারপরও সন্ত্রাসের একাধিক অভিযোগ উঠেছে কোচবিহারের বিভিন্ন জায়গায়। এমনই ছবি ধরা পড়েছে দিনহাটা জুড়ে ৷ দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় একের পর এক বিজেপি নেতা কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । একটি ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ৷

ফুটেজে দেখা যায় শনিবার রাতেই বিজেপির দিনহাটা শহর মন্ডল সম্পাদক মুন্না সাওয়ের বাড়িতে ভাঙচুর চলছে। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । দিনহাটা শহরের বোর্ডিং পাড়া এলাকায় ওই বিজেপি নেতার বাড়ি । বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, "শনিবার দুপুরে নিশীথ প্রামাণিকের উপর হামলার পর থেকেই দিনহাটার গ্রামগঞ্জে বিজেপি কর্মীদের ওপর বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে । আগুন ধরানো হচ্ছে । এটা যদি চলতে থাকে তাহলে এবার বিজেপি কর্মীরা পথে নামবে । তখন তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না ।" যদিও গোটা বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি ।

এর পাশাপাশি দিনহাটা -2 ব্লকের বামনহাট 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালমাটি এলাকায় 26 নম্বর মন্ডলের বিজেপির সহ-সভাপতি কৃষ্ণকান্ত বর্মনের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । একই সঙ্গে কয়েকটি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে বিজেপির দাবি (TMC accused of vandalising houses of BJP workers) ।

প্রসঙ্গত, শনিবার দুপুরে দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দিনহাটার বুড়িরহাট এলাকা । অভিযোগ, গুলি চলে । বোমাও ফাটে। ঘটনার পরই এলাকায় গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ হুঁশিয়ারি দিয়ে জানান, এ দিনের এই গণ্ডগোলের খেসারত দিতে হবে এলাকার বিজেপি কর্মীদের । বিজেপি কর্মীরা যাতে বাড়ির বাইরে বেরোতে না পারে সেটা দেখতে হবে । এরপরই রাত হতেই একের পর এক বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

আরও পড়ুন: 'নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপি কর্মীদের, বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না', ফের বেলাগাম উদয়

দিনহাটায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দিনহাটা, 26 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে আক্রমণ ও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শনিবার ৷ তারপরও সন্ত্রাসের একাধিক অভিযোগ উঠেছে কোচবিহারের বিভিন্ন জায়গায়। এমনই ছবি ধরা পড়েছে দিনহাটা জুড়ে ৷ দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় একের পর এক বিজেপি নেতা কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । একটি ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ৷

ফুটেজে দেখা যায় শনিবার রাতেই বিজেপির দিনহাটা শহর মন্ডল সম্পাদক মুন্না সাওয়ের বাড়িতে ভাঙচুর চলছে। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । দিনহাটা শহরের বোর্ডিং পাড়া এলাকায় ওই বিজেপি নেতার বাড়ি । বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, "শনিবার দুপুরে নিশীথ প্রামাণিকের উপর হামলার পর থেকেই দিনহাটার গ্রামগঞ্জে বিজেপি কর্মীদের ওপর বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে । আগুন ধরানো হচ্ছে । এটা যদি চলতে থাকে তাহলে এবার বিজেপি কর্মীরা পথে নামবে । তখন তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না ।" যদিও গোটা বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি ।

এর পাশাপাশি দিনহাটা -2 ব্লকের বামনহাট 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালমাটি এলাকায় 26 নম্বর মন্ডলের বিজেপির সহ-সভাপতি কৃষ্ণকান্ত বর্মনের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । একই সঙ্গে কয়েকটি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে বিজেপির দাবি (TMC accused of vandalising houses of BJP workers) ।

প্রসঙ্গত, শনিবার দুপুরে দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দিনহাটার বুড়িরহাট এলাকা । অভিযোগ, গুলি চলে । বোমাও ফাটে। ঘটনার পরই এলাকায় গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ হুঁশিয়ারি দিয়ে জানান, এ দিনের এই গণ্ডগোলের খেসারত দিতে হবে এলাকার বিজেপি কর্মীদের । বিজেপি কর্মীরা যাতে বাড়ির বাইরে বেরোতে না পারে সেটা দেখতে হবে । এরপরই রাত হতেই একের পর এক বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

আরও পড়ুন: 'নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপি কর্মীদের, বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না', ফের বেলাগাম উদয়

Last Updated : Feb 26, 2023, 12:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.