কোচবিহার, 3 নভেম্বর : বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা তিন কিশোরীর । তাঁদের নাম মুন্নি বেগম, নিমি বেগম ও নার্গিস বেগম । মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের 78 নিজতরফ এলাকার ঘটনা ।
78 নিজতরফ এলাকার বাসিন্দা মুন্নি, নিমি ও নার্গিস চ্যাংরাবান্ধা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী । আজ টিউশন থেকে বাড়ি ফেরার পথে তিনজনে একসঙ্গে বিষ খায় । তারপর বাড়ি ফেরে তারা । তাদের অবস্থা দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয় । জিজ্ঞাসাবাদে তারা জানায় বিষ খেয়েছে ।
এরপর তাদের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন । অবস্থার অবনতি হলে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তবে, ঠিক কী কারণে তারা বিষ খেয়েছে তা এখনও জানা যায়নি ।