কোচবিহার,27ফেব্রুয়ারি :তিনবার পরীক্ষা দেওয়ার পরও পাশ করতে না পেরে এবার কলেজের টিচার ইনচার্জ সহ অশিক্ষক কর্মীদের ঘেরাও করে আন্দোলনে নামলো ছাত্রীরা । বুধবার দুপুর থেকে শুরু হয় এই আন্দোলন । সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত চলে ছাত্রছাত্রীদের আন্দোলন ৷
পড়ুয়াদের অভিযোগ কলেজ থেকে ইন্টারনাল পরীক্ষায় কম নম্বর দেওয়ায় তারা পাশ করতে পারছেন না । লিখিত পরীক্ষায় পাশ করলেও ইন্টারনাল পরীক্ষায় তাদের কম নম্বর দেওয়া হচ্ছে ৷ এতে তাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । তাই তারা এই আন্দোলন শুরু করেছেন । কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে 2017 সাল থেকে চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে (CBCS) পরীক্ষা শুরু হয়েছে । তাদের অভিযোগ অনেকেই প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারে পরীক্ষা দেওয়ার পরও পাশ করতে পারেনি ৷ এর ফলে রেজিস্ট্রেশন বাতিল হওয়ার আশঙ্কা দিয়েছে ৷ এজন্য অবশ্য তারা কলেজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন ।
আন্দোলনকারীদের পক্ষে দেবস্মিতা চক্রবর্তী বলেন, ‘‘আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে । আমাদের রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পথে । পাঁচ বছর আমরা অন্য কোনও কলেজে ভর্তি হতে পারব না ৷ তাই আমরা আন্দোলনে নেমেছি ।’’
যদিও কলেজের টিচার ইনচার্জ স্বাতি সিং বলেন, ‘‘ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এবিষয়ে কথা বলা হয়েছে । তারা পুনর্মূল্যায়নের তারিখও বাড়িয়েছে ৷’’