কোচবিহার, 27 মার্চ : দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে জ্বরের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছিল এক রোগীকে ৷ কিন্তু হাসপাতালে ঢোকার আগেই পালিয়ে গেল সেই রোগী ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে ।
বৃহস্পতিবার রাতে ওই রোগী কোচবিহার মেডিকেল কলেজে ঢোকার আগেই পালিয়ে যায় বলে অভিযোগ । খবর পেয়ে ওই রোগীর সন্ধান শুরু করেছে কোচবিহার থানার পুলিশ । স্বাস্থ্য দপ্তর সূত্র জানা গেছে, ভিনরাজ্য থেকে ওই ব্যক্তি সম্প্রতি বাড়ি ফিরেছিলেন ৷ কোচবিহারের দিনহাটার সিতাই এলাকায় বাসিন্দা সে ৷ ভিনরাজ্য থেকে ফেরায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল । গতকাল ওই রোগীর জ্বর-সহ বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় তাকে ও আরও একজনকে কোচবিহার মেডিকেলে রেফার করে । মহকুমা হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে কোচবিহারে নিয়ে যাওয়া হচ্ছিল ওই দু'জনকে ।
কিন্তু কোচবিহার মেডিকেলে ঢোকার আগেই পালিয়ে যায় ওই রোগী ৷ অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । কিন্তু পালিয়ে যাওয়া ওই ব্যক্তির এখনও কোন খোঁজ পাওয়া যায়নি ৷ এরপরই ওই রোগীদের কেন পুলিশ ছাড়া পাঠানো হল তা নিয়েও উঠছে প্রশ্ন । দিনহাটা মহকুমা হাসপাতালে সুপার রঞ্জিত মণ্ডল বলেন, "ঘটনাটি আমার কানে এসেছে । ওই রোগীর বাড়িতে স্বাস্থ্যকর্মীদের খোঁজ নিতে বলা হয়েছে । গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে ।"