ETV Bharat / state

মিড ডে মিলে ডিম পায়নি অনেকেই, অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

আজও মিড ডে মিলে ডিম দেওয়া হয়েছিল । কিন্তু, অন্যদিনের মতো কিছু পড়ুয়া ডিম পেলেও অধিকাংশই তা পায়নি । এরই প্রতিবাদে চৌরঙ্গী-রানিরহাট সড়ক অবরোধ করে পড়ুয়ারা ।

রাস্তায় অবরোধ পড়ুয়াদের
author img

By

Published : Aug 27, 2019, 10:11 PM IST

কোচবিহার, 27 অগাস্ট : মিড ডে মিলে ডিম দেওয়া হলেও অধিকাংশ পড়ুয়াই তা পায় না বলে অভিযোগ ৷ তারই প্রতিবাদে এবার অবরোধ করে বিক্ষোভ দেখাল কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চৌরঙ্গী হাইস্কুলের পড়ুয়ারা ৷

আজও মিড ডে মিলে ডিম দেওয়া হয়েছিল । কিন্তু, অন্যদিনের মতো কিছু পড়ুয়া ডিম পেলেও অধিকাংশই তা পায়নি । এরই প্রতিবাদে চৌরঙ্গী-রানিরহাট সড়ক অবরোধ করে পড়ুয়ারা । প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর স্থানীয় ব্লক প্রশাসন এবং মেখলিগঞ্জ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা ৷

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সতীশচন্দ্র রায়কে ফোন করা হলেও তিনি ধরেননি ৷ তবে প্রফুল্ল রায় নামে স্কুলের এক সহকারী শিক্ষক বলেন, মিড ডে মিলের সমস্যার জেরেই পড়ুয়ারা আজ অবরোধ করে বিক্ষোভ দেখায়।

কোচবিহার, 27 অগাস্ট : মিড ডে মিলে ডিম দেওয়া হলেও অধিকাংশ পড়ুয়াই তা পায় না বলে অভিযোগ ৷ তারই প্রতিবাদে এবার অবরোধ করে বিক্ষোভ দেখাল কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চৌরঙ্গী হাইস্কুলের পড়ুয়ারা ৷

আজও মিড ডে মিলে ডিম দেওয়া হয়েছিল । কিন্তু, অন্যদিনের মতো কিছু পড়ুয়া ডিম পেলেও অধিকাংশই তা পায়নি । এরই প্রতিবাদে চৌরঙ্গী-রানিরহাট সড়ক অবরোধ করে পড়ুয়ারা । প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর স্থানীয় ব্লক প্রশাসন এবং মেখলিগঞ্জ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা ৷

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সতীশচন্দ্র রায়কে ফোন করা হলেও তিনি ধরেননি ৷ তবে প্রফুল্ল রায় নামে স্কুলের এক সহকারী শিক্ষক বলেন, মিড ডে মিলের সমস্যার জেরেই পড়ুয়ারা আজ অবরোধ করে বিক্ষোভ দেখায়।

Intro:স্কুলে মিড-ডে মিলে ডিম নেই ! পথ অবরোধ করে বিক্ষোভ মেখলিগঞ্জের চৌরঙ্গী হাইস্কুলের পড়ুয়াদের৷


কোচবিহার :২৭ আগষ্ট :

স্কুলে মিড ডে মিলের ডিম নেই কয়েকদিন ধরে ,আজ মঙ্গল বার ডিম মেলেনি ছাত্র -ছাত্রীদের ৷ সেই ক্ষোভে এবার সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্কুল ছাত্র -ছাত্রীরা ৷ কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চৌরঙ্গী হাই স্কুলের ঘটনা ৷ ওই স্কুলের ছাত্র -ছাত্রীরা আজ মেখলিগঞ্জের চাঙ্গারাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার চৌরঙ্গীবাজার এলাকায় পথ অবরোধ করে ৷বিকেল ৩টার দিকে খাবার পাতে ডিম না শুরু হয় অবরোধ ,প্রায় দুই ঘন্টা অবরোধ চলার পর স্থানীয় ব্লক প্রশাসন এবং মেখলিগঞ্জ পুলিশের প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেন ছাত্র -ছাত্রীরা ৷

সূত্রে খবর ,মিড-ডে মিলে ডিম খাঁওয়ানোর সময় মঙ্গলবার স্কুলে মিড-ডে মিলে ডিম দেওয়া হয়েছিল। কিছু পড়ুয়া ডিম পেলেও বেশিরভাগই ডিম পায়নি।অভিযোগ প্রায়ই দিনই এমন হয় ৷ এরই প্রতিবাদে এদিন পড়ুয়ারা চৌরঙ্গী-রানিরহাট সড়ক অবরোধ করে।


এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সতীশচন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন না তোলায় তাঁর বক্তব্য মেলেনি। তবে, স্কুলের এক সহকারী শিক্ষক প্রফুল্ল রায় জানিয়েছেন, মিড-ডে মিলের সমস্যার জেরেই ছাত্র-ছাত্রীরা এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।

স্কুলে ছাত্র -ছাত্রীরা জানান "ডিম অধিকাংশ দিনে দেওয়া হয়না ,আজই দেওয়া হয়নি ,তাই পথ অবরোধ করছি"৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.