কোচবিহার, 27 অগাস্ট : মিড ডে মিলে ডিম দেওয়া হলেও অধিকাংশ পড়ুয়াই তা পায় না বলে অভিযোগ ৷ তারই প্রতিবাদে এবার অবরোধ করে বিক্ষোভ দেখাল কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চৌরঙ্গী হাইস্কুলের পড়ুয়ারা ৷
আজও মিড ডে মিলে ডিম দেওয়া হয়েছিল । কিন্তু, অন্যদিনের মতো কিছু পড়ুয়া ডিম পেলেও অধিকাংশই তা পায়নি । এরই প্রতিবাদে চৌরঙ্গী-রানিরহাট সড়ক অবরোধ করে পড়ুয়ারা । প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর স্থানীয় ব্লক প্রশাসন এবং মেখলিগঞ্জ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা ৷
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সতীশচন্দ্র রায়কে ফোন করা হলেও তিনি ধরেননি ৷ তবে প্রফুল্ল রায় নামে স্কুলের এক সহকারী শিক্ষক বলেন, মিড ডে মিলের সমস্যার জেরেই পড়ুয়ারা আজ অবরোধ করে বিক্ষোভ দেখায়।