ETV Bharat / state

টিকটকে ঘনিষ্ঠ ভিডিয়ো ভাইরাল, অপমানে আত্মঘাতী ছাত্রী

author img

By

Published : Mar 26, 2020, 11:14 PM IST

পুলিশ সূত্রে খবর, গত বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ওই ছাত্রী ৷ কিন্তু উত্তীর্ণ হননি ৷

student commited suicide for tiktok video
টিকটকে ভাইরাল ভিডিয়ো

মেখলিগঞ্জ, 26 মার্চ : টিকটকে এক ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো পোস্ট করার অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ অপমানে আত্মঘাতী হলেন ছাত্রী ৷ মেখলিগঞ্জ ব্লকের বাগডোকরা-ফুলকাডাবরি গ্রামের ডাঙ্গারহাটের গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কুচলিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার ৷

টিকটকে এক যুবক ও ছাত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো কয়েক দিন ধরেই ঘুরছিল ৷ ভাইরাল ওই ভিডিয়োটি পোস্ট করার অভিযোগ ওঠে মেখলিগঞ্জের ভোটবাড়ির বাসিন্দা বিশ্বজিত রায়ের বিরুদ্ধে ৷ পুলিশ সূত্রে খবর, ভিডিয়ো পোস্টের পর ছাত্রীর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সেটি নজরে আসে ৷ এই ঘটনার পর মুষড়ে পড়েন ছাত্রী ৷ পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই বাড়ি থেকে তিনি বের হচ্ছিলেন না ৷ অভিযুক্ত যুবককে চিনতেন না বলে জানিয়েছে ছাত্রীর পরিবার ৷

আজ ছাত্রীর পরিবারের সদস্যরা চাষের কাজের জন্য বাড়ির বাইরে যান ৷ বাড়ি ফিরে তাঁরা দেখেন, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ছাত্রী ৷ পুলিশ সূত্রে খবর, গত বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ওই ছাত্রী ৷ কিন্তু উত্তীর্ণ হননি ৷ পুলিশ এসে ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷ মৃতের পরিবারের পক্ষ থেকে কুচলিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷

মেখলিগঞ্জ, 26 মার্চ : টিকটকে এক ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো পোস্ট করার অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ অপমানে আত্মঘাতী হলেন ছাত্রী ৷ মেখলিগঞ্জ ব্লকের বাগডোকরা-ফুলকাডাবরি গ্রামের ডাঙ্গারহাটের গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কুচলিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার ৷

টিকটকে এক যুবক ও ছাত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো কয়েক দিন ধরেই ঘুরছিল ৷ ভাইরাল ওই ভিডিয়োটি পোস্ট করার অভিযোগ ওঠে মেখলিগঞ্জের ভোটবাড়ির বাসিন্দা বিশ্বজিত রায়ের বিরুদ্ধে ৷ পুলিশ সূত্রে খবর, ভিডিয়ো পোস্টের পর ছাত্রীর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সেটি নজরে আসে ৷ এই ঘটনার পর মুষড়ে পড়েন ছাত্রী ৷ পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই বাড়ি থেকে তিনি বের হচ্ছিলেন না ৷ অভিযুক্ত যুবককে চিনতেন না বলে জানিয়েছে ছাত্রীর পরিবার ৷

আজ ছাত্রীর পরিবারের সদস্যরা চাষের কাজের জন্য বাড়ির বাইরে যান ৷ বাড়ি ফিরে তাঁরা দেখেন, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ছাত্রী ৷ পুলিশ সূত্রে খবর, গত বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ওই ছাত্রী ৷ কিন্তু উত্তীর্ণ হননি ৷ পুলিশ এসে ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷ মৃতের পরিবারের পক্ষ থেকে কুচলিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.