সুভাষপল্লি (কোচবিহার), 9 ফেব্রুয়ারি : ভোট বড় বালাই । এবার মায়ের বিরুদ্ধে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে নামলেন ছেলে । তবে তৃণমূলের টিকিট না মেলায় নির্দল প্রার্থী হলেন তিনি । কোচবিহার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের এই ঘটনায় শোরগোল ফেলে দিয়েছে কোচবিহার জেলা রাজনীতিতে (TMC Mother versus Independent Candidate Son contesting in Cooch Behar 2 number Ward) ।
কোচবিহার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে (Cooch Behar Municipality, 2 No ward) দীর্ঘদিন ধরে কাউন্সিলর রয়েছে তর পরিবার। মীনা তর 2005-10 সাল পর্যন্ত কংগ্রেসের কাউন্সিলর ছিলেন । পরে তিনি তৃণমূলে যোগ দেন । 2010-14 পর্যন্ত এই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলেন মীনা তরের ছেলে উজ্জ্বল তর । 2015-য় ফের কাউন্সিলর পদে নির্বাচিত হন মীনা দেবী ।
আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : শ্রীরামপুরে স্ত্রী তৃণমূল প্রার্থী, স্বামী মনোনয়ন দিলেন নির্দলে
পরবর্তীতে কোচবিহার পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সনের দায়িত্ব পান মীনা তর । তখন মায়ের সঙ্গেই ছিলেন ছেলে উজ্জ্বল তর । তিনি তৃণমূলের 2 নং ওয়ার্ড কমিটির সভাপতিও । ঠিক ছিল 2 নম্বর ওয়ার্ড থেকে এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন । কিন্তু তৃণমূল তাঁকে প্রার্থী না করে তাঁর মা মীনা তরকে প্রার্থী করে ।
প্রার্থী তালিকা ঘোষণা হতেই 2 নম্বর ওয়ার্ড 'কাজের মানুষ কাছের মানুষ উজ্জ্বল তর' পোস্টার, ব্যানারে ছেয়ে যায় । গুঞ্জন ওঠে তিনি নির্দল প্রার্থী হচ্ছেন । শেষে বুধবার সেই অনুযায়ী মনোনয়নপত্র জমা দিলেন উজ্জ্বল তর । নির্দল প্রার্থী বলেন, "ওয়ার্ডের মানুষ আমাকে চেয়েছে । তাই নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছি ।" অন্যদিকে তৃণমূল প্রার্থী মীনা তর জানান, যাঁরা নির্দল হিসাবে দাঁড়িয়েছে, তাঁরা দল বিরোধী কাজ করছে । এটা দল দেখছে । কিন্তু ছেলেকে কোনও বার্তা দিতে চাননি ৷ তাঁর মতে, "এটা ব্যক্তিগত স্বাধীনতা ৷ আমার চ্যালেঞ্জের কিছু নেই ৷ দিদির দিকে তাকিয়ে ওয়ার্ডের বাসিন্দারা যদি মীনা তরকে ভোট দিতে চান, তাহলে দেবেন ৷"