ETV Bharat / state

Student Strike in Cooch Behar: নির্যাতিতা নাবালিকার মৃত্যুর ঘটনায় ছাত্র ধর্মঘট, ব্যাপক সাড়া কোচবিহারে - death of minor victim in Cooch Behar

Strike over Death of Minor: 14 বছরের নির্যাতিতা নাবালিকার মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কোচবিহারে ৷ এতে ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি ছাত্র সংগঠনগুলির ৷

Student Strike in Cooch Behar
ছাত্র ধর্মঘট
author img

By

Published : Jul 27, 2023, 3:10 PM IST

কোচবিহার, 27 জুলাই: নির্যাতিতা নাবালিকার মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার কোচবিহারে ছাত্র ধর্মঘট । একাধিক ছাত্র সংগঠন কোচবিহারে ধর্মঘটের ডাক দেয় । ধর্মঘটে ব্যাপক সাড়া মিলল কোচবিহারে । বৃহস্পতিবার জেলার অধিকাংশ স্কুল বন্ধ ছিল । যেসব স্কুল খোলা সেখানে ছাত্রছাত্রীদের দেখা নেই । বিভিন্ন স্কুলের সামনে ছাত্র সংগঠনের পক্ষ থেকে পিকেটিংও করা হয়েছে । তবে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে পরীক্ষা চলায় সেগুলিকে ছাত্র ধর্মঘটের বাইরে রাখা হয়েছে ৷

এসএফআই নেতা শুভ্রালোক দাস বলেন, ন্যক্কারজনক ঘটনা ঘটেছে ৷ তার প্রতিবাদে ছাত্র ধর্মঘটের ডাক দেওযা হয়েছে । এআইডিএসও নেতা আসিফ আলম বলেন, "ধর্ষণ করে ছাত্রীকে খুন করা হয়েছে । ঘটনার প্রতিবাদে আমাদের ছাত্র ধর্মঘট চলছে ।"

কোচবিহারে 14 বছরের ছাত্রীকে অপহরণ করে নির্যতনের অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় তদন্তে নেমে পুন্ডিবাড়ি থানার পুলিশ মূল অভিযুক্ত-সহ 5 জনকে গ্রেফতার করে । অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয় বিভিন্ন রাজনৈতিক দলগুলি । বুধবার সকালে কোচবিহারের সরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই নির্যাতিতা নাবালিকার । এরপর হাসপাতাল থেকে তার দেহ বের করা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে ধুন্ধুমার বেধে যায় ।

আরও পড়ুন: কোচবিহারে নির্যাতিতার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ক্ষিপ্ত জনতার

নির্যাতিতার বাবাকে নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে চলে টানা হেঁচড়া । পরবর্তীতে মৃত নির্যাতিতার গ্রামে দফায় দফায় উত্তেজনা দেখা দেয় । পথ অবরোধ থেকে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে ক্ষিপ্ত গ্রামবাসী। এরপর বৃহস্পতিবার নির্যাতিতার মৃত্যুর ঘটনায় ধর্মঘটের ডাক দেওয়া হয় একাধিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে । বৃহস্পতিবার সেই ধর্মঘটে ব্যাপক সাড়া মিলেছে জেলায় বলে সংগঠনগুলির দাবি । 18 জুলাই থেকে নাবালিকা নিখোঁজ ছিল ৷ পুন্ডিাবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার ৷ পরে বেসরকারি হাসপাতাল থেকে খবর আসে নাবালিকা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ৷ এরপর কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি হয় নাবালিকা ৷ জানা যায়, যৌন নির্যাতনের শিকার নাবালিকা ৷ বুধবার সকালে তাঁর মৃত্যু হয় ৷

কোচবিহার, 27 জুলাই: নির্যাতিতা নাবালিকার মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার কোচবিহারে ছাত্র ধর্মঘট । একাধিক ছাত্র সংগঠন কোচবিহারে ধর্মঘটের ডাক দেয় । ধর্মঘটে ব্যাপক সাড়া মিলল কোচবিহারে । বৃহস্পতিবার জেলার অধিকাংশ স্কুল বন্ধ ছিল । যেসব স্কুল খোলা সেখানে ছাত্রছাত্রীদের দেখা নেই । বিভিন্ন স্কুলের সামনে ছাত্র সংগঠনের পক্ষ থেকে পিকেটিংও করা হয়েছে । তবে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে পরীক্ষা চলায় সেগুলিকে ছাত্র ধর্মঘটের বাইরে রাখা হয়েছে ৷

এসএফআই নেতা শুভ্রালোক দাস বলেন, ন্যক্কারজনক ঘটনা ঘটেছে ৷ তার প্রতিবাদে ছাত্র ধর্মঘটের ডাক দেওযা হয়েছে । এআইডিএসও নেতা আসিফ আলম বলেন, "ধর্ষণ করে ছাত্রীকে খুন করা হয়েছে । ঘটনার প্রতিবাদে আমাদের ছাত্র ধর্মঘট চলছে ।"

কোচবিহারে 14 বছরের ছাত্রীকে অপহরণ করে নির্যতনের অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় তদন্তে নেমে পুন্ডিবাড়ি থানার পুলিশ মূল অভিযুক্ত-সহ 5 জনকে গ্রেফতার করে । অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয় বিভিন্ন রাজনৈতিক দলগুলি । বুধবার সকালে কোচবিহারের সরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই নির্যাতিতা নাবালিকার । এরপর হাসপাতাল থেকে তার দেহ বের করা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে ধুন্ধুমার বেধে যায় ।

আরও পড়ুন: কোচবিহারে নির্যাতিতার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ক্ষিপ্ত জনতার

নির্যাতিতার বাবাকে নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে চলে টানা হেঁচড়া । পরবর্তীতে মৃত নির্যাতিতার গ্রামে দফায় দফায় উত্তেজনা দেখা দেয় । পথ অবরোধ থেকে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে ক্ষিপ্ত গ্রামবাসী। এরপর বৃহস্পতিবার নির্যাতিতার মৃত্যুর ঘটনায় ধর্মঘটের ডাক দেওয়া হয় একাধিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে । বৃহস্পতিবার সেই ধর্মঘটে ব্যাপক সাড়া মিলেছে জেলায় বলে সংগঠনগুলির দাবি । 18 জুলাই থেকে নাবালিকা নিখোঁজ ছিল ৷ পুন্ডিাবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার ৷ পরে বেসরকারি হাসপাতাল থেকে খবর আসে নাবালিকা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ৷ এরপর কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি হয় নাবালিকা ৷ জানা যায়, যৌন নির্যাতনের শিকার নাবালিকা ৷ বুধবার সকালে তাঁর মৃত্যু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.