ETV Bharat / state

Amarnath Cloud Burst: মৃত্যু ছুঁয়েই অমরনাথে আটকে মেখলিগঞ্জের 12 জন পুণ্যার্থী, আতঙ্কে দিন গুনছে পরিবার

author img

By

Published : Jul 10, 2022, 4:02 PM IST

শুক্রবার বিকেলে আচমকা মেঘ ভেঙে বৃষ্টি ৷ তার জেরে অমরনাথে পবিত্র গুহার কাছে জলের স্রোতে অনেকে ভেসে যান, নিখোঁজ হন ৷ মৃত্যু ছুঁয়েই এখনও আটকে মেখলিগঞ্জের 12 জন পুণ্যার্থী । আতঙ্কে দিন গুনছে পরিবার-পরিজনেরা (Amarnath Cloud Burst) ।

Amarnath Cloud Burst news
কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিব্যায়ন সরকার

কোচবিহার, 10 জুলাই: অমরনাথ দর্শনের পরেই বিকেলে আচমকা মেঘ ভেঙে বৃষ্টি, মেঘভাঙা গর্জন আর মানুষের আর্তনাদ । উপর থেকে ধেয়ে আসছে বড় বড় পাথর আর জল । প্রাণভয়ে যে যেদিকে খুশি ছুটতে শুরু করেন (Several devotees of Asansol are returning from Amarnath)। কোনওরকমে প্রাণে বাঁচলেও এখনও আটকে মেখলিগঞ্জের 12 জন পুণ্যার্থী ।

এখনও অমরনাথেই রয়েছেন কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিব্যায়ন সরকার । তাঁর সঙ্গেই রয়েছেন চ্যাংড়াবান্ধার 11 জন । পরশু বাড়ি ফিরবেন প্রত্যেকে । অমরনাথে যখন আটকে রয়েছেন পুণ্যার্থীরা, তখন কয়েকশো কিলোমিটার দূরে আতঙ্কে দিন গুনছেন পরিবার-পরিজন । ভালোভাবে বাড়ি ফিরুক ছেলেরা, এই আশাতেই রয়েছেন তারা ।

গত 1 জুলাই নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে মোট 16 জন মিলে একসঙ্গে অমরনাথের উদ্দেশ্যে রওনা হন । যাদের মধ্যে রয়েছে জলপাইগুড়ির 4 জন, চ্যাংড়াবান্ধার 11 জন ও মেখলিগঞ্জের দিব্যায়ন । অমরনাথ থেকেই দিব্যায়ন বলেন, "নিজের চোখে প্রকৃতির এই দৃশ্য দেখলাম । শুক্রবার বিকেল 4টে থেকেই বৃষ্টি হচ্ছিল । আমরা দর্শন করে ফিরে এসে বিশ্রাম নিচ্ছিলাম । কিছুক্ষণ পর হঠাৎ মেঘভাঙা বৃষ্টি নামে । অমরনাথ গুহার ওপর থেকে একটা হড়পা বান আসে । তারপরেই শুরু হয় প্রকৃতির ভয়াবহতা ।

আরও পড়ুন: অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে 16, উদ্ধারে বায়ুসেনা

কোচবিহার, 10 জুলাই: অমরনাথ দর্শনের পরেই বিকেলে আচমকা মেঘ ভেঙে বৃষ্টি, মেঘভাঙা গর্জন আর মানুষের আর্তনাদ । উপর থেকে ধেয়ে আসছে বড় বড় পাথর আর জল । প্রাণভয়ে যে যেদিকে খুশি ছুটতে শুরু করেন (Several devotees of Asansol are returning from Amarnath)। কোনওরকমে প্রাণে বাঁচলেও এখনও আটকে মেখলিগঞ্জের 12 জন পুণ্যার্থী ।

এখনও অমরনাথেই রয়েছেন কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিব্যায়ন সরকার । তাঁর সঙ্গেই রয়েছেন চ্যাংড়াবান্ধার 11 জন । পরশু বাড়ি ফিরবেন প্রত্যেকে । অমরনাথে যখন আটকে রয়েছেন পুণ্যার্থীরা, তখন কয়েকশো কিলোমিটার দূরে আতঙ্কে দিন গুনছেন পরিবার-পরিজন । ভালোভাবে বাড়ি ফিরুক ছেলেরা, এই আশাতেই রয়েছেন তারা ।

গত 1 জুলাই নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে মোট 16 জন মিলে একসঙ্গে অমরনাথের উদ্দেশ্যে রওনা হন । যাদের মধ্যে রয়েছে জলপাইগুড়ির 4 জন, চ্যাংড়াবান্ধার 11 জন ও মেখলিগঞ্জের দিব্যায়ন । অমরনাথ থেকেই দিব্যায়ন বলেন, "নিজের চোখে প্রকৃতির এই দৃশ্য দেখলাম । শুক্রবার বিকেল 4টে থেকেই বৃষ্টি হচ্ছিল । আমরা দর্শন করে ফিরে এসে বিশ্রাম নিচ্ছিলাম । কিছুক্ষণ পর হঠাৎ মেঘভাঙা বৃষ্টি নামে । অমরনাথ গুহার ওপর থেকে একটা হড়পা বান আসে । তারপরেই শুরু হয় প্রকৃতির ভয়াবহতা ।

আরও পড়ুন: অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে 16, উদ্ধারে বায়ুসেনা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.