ETV Bharat / state

কোচবিহারে রাস্তায় চা পাতা বিছিয়ে অবরোধ বন্ধ বাগানের শ্রমিকদের

শ্রমিক-মালিক অসন্তোষে চা বাগান বন্ধ ৷ সেখান থেকে পাতা চুরির অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ ৷ তার প্রতিবাদে রাস্তায় চা পাতা ফেলে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা ।

road blocked by tea workers as 4 detained in theft case at coochbihar
কোচবিহারে রাস্তায় চা পাতা বিছিয়ে অবরোধ বন্ধ বাগানের শ্রমিকদের
author img

By

Published : Jun 8, 2021, 2:08 PM IST

কোচবিহার, 7 জুন : শ্রমিক-মালিক অসন্তোষের জেরে বন্ধ চা বাগান । সেই বন্ধ বাগান থেকে চা পাতা তুলে বিক্রির জন্য বাইরে পাচার করা হচ্ছিল । মালিক পক্ষের তরফে এমন অভিযোগ করা হয় পুলিশে । পাতা চুরি করে বিক্রি করার অভিযোগে চা পাতার গাড়ি-সহ চার জনকে আটক করেছে পুলিশ । এরই প্রতিবাদে সড়ক পথে চা পাতা বিছিয়ে দিয়ে চলল পথ অবরোধ ৷ বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ।

ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জের রানিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার কাউয়ার বাড়ি এলাকার । সোমবার বন্ধ চা বাগানে হানা দেয় মেখলিগঞ্জ থানার পুলিশ । পাতা বোঝাই একটি গাড়ি-সহ চার জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । চারজনকে আটকের প্রতিবাদে পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দাদের একাংশ । পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে । প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলার পরে পুলিশ আটক ব্যক্তিদের ছেড়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । পথ অবরোধ তুলে নেন স্থানীয়রা ৷

এই এলাকায় সীতারাম টি প্ল্যান্টেশন নামে একটি চা বাগান রয়েছে । সেখানে ৪০ জন শ্রমিক কাজ করতেন । প্রায় দেড় বছর আগে বাগানে কর্মরত শ্রমিকদের সঙ্গে ঝামেলার জেরে বাগান বন্ধ হয়ে হয়ে যায় । মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যেতে বাধ্য হয় । এরপর শ্রমিক-মালিক একাধিকবার সমাধান বৈঠকে বসে, কিন্তু কিছু সুরাহা হয়নি ।

আরও পড়ুন: মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

মালিকপক্ষের তরফে শুভজিৎ রক্ষিত জানান, "গোটা বাগান দখল করে নিয়েছে অধিকাংশ শ্রমিক । বাগানের পাতা চুরি হচ্ছে । প্রশাসনিক স্তরে এ বিষয়ে সমস্যা সমাধানে আবেদন করা হয়েছে ।"

মেখলিগঞ্জ থানার ওসি ভাস্কর রায় জানান, বাগান থেকে পাতা চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনকে আটক করা হয়েছে । পথ অবরোধ তুলে দেওয়া হয় । গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ।

আরও পড়ুন : 30 ঘণ্টা পরও গেঞ্জি কারখানায় জ্বলছে আগুন, খোঁজ নেই 4 শ্রমিকের

অন্যদিকে, স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে, বিনা কারণে পুলিশ গাড়ি-সহ চার জনকে তুলে নিয়ে যায় । এর প্রতিবাদে পথ অবরোধ করেন তাঁরা । যদিও এই ঘটনায় সরাসরি শ্রমিক পক্ষের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি ।

কোচবিহার, 7 জুন : শ্রমিক-মালিক অসন্তোষের জেরে বন্ধ চা বাগান । সেই বন্ধ বাগান থেকে চা পাতা তুলে বিক্রির জন্য বাইরে পাচার করা হচ্ছিল । মালিক পক্ষের তরফে এমন অভিযোগ করা হয় পুলিশে । পাতা চুরি করে বিক্রি করার অভিযোগে চা পাতার গাড়ি-সহ চার জনকে আটক করেছে পুলিশ । এরই প্রতিবাদে সড়ক পথে চা পাতা বিছিয়ে দিয়ে চলল পথ অবরোধ ৷ বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ।

ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জের রানিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার কাউয়ার বাড়ি এলাকার । সোমবার বন্ধ চা বাগানে হানা দেয় মেখলিগঞ্জ থানার পুলিশ । পাতা বোঝাই একটি গাড়ি-সহ চার জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । চারজনকে আটকের প্রতিবাদে পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দাদের একাংশ । পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে । প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলার পরে পুলিশ আটক ব্যক্তিদের ছেড়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । পথ অবরোধ তুলে নেন স্থানীয়রা ৷

এই এলাকায় সীতারাম টি প্ল্যান্টেশন নামে একটি চা বাগান রয়েছে । সেখানে ৪০ জন শ্রমিক কাজ করতেন । প্রায় দেড় বছর আগে বাগানে কর্মরত শ্রমিকদের সঙ্গে ঝামেলার জেরে বাগান বন্ধ হয়ে হয়ে যায় । মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যেতে বাধ্য হয় । এরপর শ্রমিক-মালিক একাধিকবার সমাধান বৈঠকে বসে, কিন্তু কিছু সুরাহা হয়নি ।

আরও পড়ুন: মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

মালিকপক্ষের তরফে শুভজিৎ রক্ষিত জানান, "গোটা বাগান দখল করে নিয়েছে অধিকাংশ শ্রমিক । বাগানের পাতা চুরি হচ্ছে । প্রশাসনিক স্তরে এ বিষয়ে সমস্যা সমাধানে আবেদন করা হয়েছে ।"

মেখলিগঞ্জ থানার ওসি ভাস্কর রায় জানান, বাগান থেকে পাতা চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনকে আটক করা হয়েছে । পথ অবরোধ তুলে দেওয়া হয় । গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ।

আরও পড়ুন : 30 ঘণ্টা পরও গেঞ্জি কারখানায় জ্বলছে আগুন, খোঁজ নেই 4 শ্রমিকের

অন্যদিকে, স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে, বিনা কারণে পুলিশ গাড়ি-সহ চার জনকে তুলে নিয়ে যায় । এর প্রতিবাদে পথ অবরোধ করেন তাঁরা । যদিও এই ঘটনায় সরাসরি শ্রমিক পক্ষের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.