কোচবিহার, 12 জুলাই : ক্রমাগত বৃষ্টির জেরে তিস্তায় জলস্তর বাড়ছে ৷ যার জেরে জলপাইগুড়ির দোহমনি থেকে বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় সেচ বিভাগের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে৷ ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহারের মেখলিগঞ্জ৷ বিপর্যস্ত জনজীবন ৷ ভেসে গিয়েছে 300-র বেশি বাড়ি ৷ বিপদসীমার মধ্যে রয়েছে প্রায় 50টি পরিবার৷
মেখলিগঞ্জের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের 119 অন্দরন কুচলিবাড়ি, তিস্তা নদীর অসংরক্ষিত এলাকা ফকত চর, তিস্তার বাঁধ সংলগ্ন 25 পয়েস্তী, 91 কুচলিবাড়ি এলাকা জলমগ্ন ৷ পাশাপাশি, জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের পদমতি গ্রাম পঞ্চায়েতের তিস্তার অসংরক্ষিত এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ৷ এই পরিস্থিতিতে শুক্রবার গজলডোবায় তিস্তা থেকে 3218.72 কিউসেক জল ছাড়া হয়েছে । ইতিমধ্যে কুচলিবাড়ি এলাকাসহ অন্যান্য জলমগ্ন এলাকা পরিদর্শন করেছে মেখলিগঞ্জ ব্লক প্রশাসন৷
জলমগ্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের তরফে এখনও কোনও সাহায্য করা হয়নি । ত্রাণও দেওয়া হয়নি । কুচলিবাড়ি গ্রামের বাসিন্দা বাতাসি রায় বলেন, ঘরে জল ঢুকে গিয়েছে ৷ জলমগ্ন রান্নাঘর ৷ রান্না করা যাচ্ছে না। গবাদিপশুর খাদ্য নেই । ফসলেরও ক্ষতির আশঙ্কা রয়েছে । সেই সঙ্গে লাগাতার বৃষ্টি । সরকারের তরফেও সাহায্য করা হচ্ছে না ৷ ত্রাণও পাচ্ছি না৷"
এবিষয়ে জানতে মেখলিগঞ্জ মহকুমার শাসক রামকুমার তামাঙের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি৷