কোচবিহার, 1 সেপ্টেম্বর : কোচবিহার জেলায় গত 10 দিনে রেকর্ড কোরোনা নমুনার পরীক্ষা ৷ গত 10 দিনে প্রায় 20 হাজারের বেশি মানুষের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ জেলা প্রশাসনের দাবি, উত্তরবঙ্গের মধ্যে সর্বাধিক কোচবিহার জেলায় সোয়াবের পরীক্ষা হয়েছে ৷ কোনও ব্যক্তি কোরোনা সংক্রমিত হলেই তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকের সোয়াবের নমুনা পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে ৷
কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, " জেলায় বেশি সংখ্যক কোরোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ যত তাড়াতাড়ি রোগ নির্ণয় করা যাবে, তত তাড়াতাড়ি চিকিৎসক করা যাবে ৷ " জেলা প্রশাসন সূত্রের খবর, কোচবিহার জেলায় এখন টেস্ট পজিটিভ রেট (TPR) অনেকটাই কমে গিয়েছে ৷ জেলায় টেস্ট পজিটিভ রেট তিন থেকে চার শতাংশ ৷ যা অনেকটাই কম বলে দাবি প্রশাসনের ৷ জেলায় মেডিক্যাল কলেজে RT PCR টেস্ট হচ্ছে । সেইসঙ্গে জেলাজুড়ে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে ।
জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেলায় এখনও পর্যন্ত 67 হাজার 435 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ তার মধ্যে 2 হাজার 477 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ যার মধ্যে, 1 হাজার 864 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ বর্তমানে জেলায় অ্যাক্টিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 613 ৷ কোরোনায় মৃত্য হয়েছে 9 জনের ৷