কোচবিহার, 14 অক্টোবর: কোচবিহার সুকান্ত মঞ্চে কোচবিহার 1 বি ব্লকের বিজয়া সম্মেলনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, 2019 সালের বিধানসভা নির্বাচনে আমাদের কিছু লোকের অন্তর্ঘাতের কারণে লোকসভা আসনটিতে হারতে হয়েছে । যাদের অন্তর্ঘাতের কারণে ওই লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছে তারা আজ মঞ্চে বসে আছে ((Rabindra Nath Ghosh Allegation on TMC Inner Conflict))। বৃহস্পতিবার রাতে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও উদয়ন গুহর (Udayan Guha) উপস্থিতিতেই এমনই বিস্ফোরক অভিযোগ তোলেন রবীন্দ্রনাথ (Rabindra Nath Ghosh) ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, "গত 2019 সালের লোকসভা নির্বাচন ও 2021 সালে বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় যে ভরাডুবি হয়েছে তার জন্য কর্মীরা দায়ী নয় । মঞ্চে আমরা যারা নেতারা বসে আছি তাঁরা দায়ী । সে সব থেকে শিক্ষা নিয়েই আগামীতে ঐক্যবদ্ধভাবে চলতে হবে ।"
আরও পড়ুন: 'অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবিত নই', বললেন ওমপ্রকাশ মিশ্র
পাশাপাশি এদিন তিনি বলেন, "আগামী পঞ্চায়েত নির্বাচনে তাঁরাই প্রার্থী হবে, যাদের এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে । নির্বাচনের মধ্যে দিয়ে জিতে এসে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করতে হবে । অতীতের মতো জোর করে গ্রাম পঞ্চায়েত দখল করে ক্ষমতা দখল করা যাবে না ।"
প্রসঙ্গত, কোচবিহার জেলা তৃণমূলে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ের (Partha Pratim Ray) বিরোধ দীর্ঘদিনের । দলীয় কর্মীদের একাংশ মনে করেন গত লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই টিকিট পাননি তৎকালীন সাংসদ পার্থ প্রতিম রায় । সে সময় টিকিট দেওয়া হয় পরেশ অধিকারীকে । সে সময় অভিযোগ উঠেছিল পার্থপ্রতিমের টিকিট না পাওয়ার নেপথ্যে ছিল রবীন্দ্রনাথের ভূমিকা। ফল বেরলে দেখা যায় তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে 54 হাজার ভোটে পরাজিত হয়েছেন।