কোচবিহার, 4 মার্চ : অনলাইনে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস সোশাল মিডিয়ায় ৷ আর সেই ফাঁস হওয়া প্রশ্নপত্র সমাধান করে অফলাইনে আগেভাগেই খাতা জমা পড়েছে ছাত্রছাত্রীদের ৷ কয়েকদিন ধরে লাগাতার এই ঘটনা ঘটে চলেছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে ৷ এমনই অভিযোগ ছাত্রছাত্রীদের ৷ প্রশ্ন ফাঁসের বিরূদ্ধে সরব হয়ে রাস্তায় বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা ৷
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে 15 টি কলেজ ৷ আর 15 টি কলেজ মিলিয়ে আছে প্রায় 50 হাজার ছাত্রছাত্রী ৷ করোনা পরিস্থিতির কারণে কলেজগুলিতে অনলাইন পরীক্ষা চললেও খাতা জমা পড়ছে অফলাইনে ৷
আরও পড়ুন :জলসেচে নিম্নমানের পাইপ বিলির অভিযোগ দিনহাটায়
আজ বিকালে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে ছিল ইংরেজি পরীক্ষা ৷ তার আগে সকালেই ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র ৷ দিনদুয়েক আগেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল তুফানগঞ্জ কলেজের বিরূদ্ধে ৷ প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছিলেন । আজ ফের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ছাত্রছাত্রীদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে ৷
আরও পড়ুন :দই-চিড়ে খেয়ে প্রচারে রবীন্দ্রনাথ
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে খাতা জমা নেওয়ার কাউন্টারও কম ছিল ৷ ফলে খাতা জমা দিতে যাওয়ার সময় হয়রানির শিকার হতে হয় ছাত্র-ছাত্রীদের ৷ খাতা দিতে দিতে বিকেল 5 টা থেকে রাত 8 টা বেজে যায় ৷ ফলে বাড়ি ফিরতে সমস্যায় পড়ে ছাত্র-ছাত্রীদের একাংশ ৷
যদিও প্রশ্ন ফাঁস প্রসঙ্গে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দেবকুমার মুখোপাধ্যায় বলেন, "প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিহীন । একটা চক্র ভুয়ো প্রশ্নপত্র সোশাল মিডিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে ছড়িয়ে দিচ্ছে । "