ETV Bharat / state

Puja Storm Effect: মহাষ্টমীর সকালে ঝড়-বৃষ্টিতে আলোকসজ্জার গেট ভাঙল হলদিবাড়ি ও জলপাইগুড়িতে - puja pandal damaged due to heavy rain

হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জেরে ভেঙে পড়ল কোচবিহারের হলদিবাড়ির পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির বিশাল আলোকসজ্জার গেট (Durga Puja Storm Effect) ৷ অন্যদিকে একই অবস্থা জলপাইগুড়ির একাধিক পুজোতেও ৷

Puja Storm Effect
ঝড়-বৃষ্টিতে আলোকসজ্জার গেট ভাঙল পুজোর
author img

By

Published : Oct 3, 2022, 5:10 PM IST

কোচবিহার, 3 অক্টোবর: অষ্টমীর সকালে যেন ভিলেন ঝড় ও বৃষ্টি । আগে থেকেই আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল অষ্টমী থেকে দশমী পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কোচবিহার জেলায় বৃষ্টি হবে । সেটাই হল কোচবিহারের হলদিবাড়ি ও জলপাইগুড়িতে । প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জলপাইগুড়ির একাংশের পুজোর আলোকসজ্জার গেট ভেঙে পড়ল ।

এদিন সকালে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জেরে ভেঙে পড়ল রাজ্য সড়কের উপর থাকা পুজোর আলোকসজ্জার বিশাল গেট (Durga Puja Storm Effect)। ঘটনার জেরে অল্পের জন্য রক্ষা পান এক টোটো চালক । কোচবিহারের হলদিবাড়ির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । এদিন বৃষ্টিতে মাথাভাঙা মহকুমার বিভিন্ন পুজো উদ্যোক্তারা সমস্যায় পড়েন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির তরফে হলদিবাড়ি-মেখলিগঞ্জ রাজ্যসড়কের উপর বাঁশের গেট বানিয়ে রকমারি বিশাল আলোকসজ্জা লাগানো হয়েছে । এদিন সকালে হঠাৎ করে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হলে গেটটি রাজ্য সড়কের উপর পড়ে যায় । এতে সড়কটি অবরুদ্ধ হয়ে যায় । স্তব্ধ হয়ে যায় যান চলাচল । পরে পুজো কমিটির উদ্যোগে দ্রুত গেটটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে । এই ঘটনায় মন খারাপ স্থানীয় বাসিন্দাদের ৷

আরও পড়ুন: সুখবর ! আজ-কাল বৃষ্টি হলেও ঠাকুর দেখা আটকাবে না

এদিনের ঝড়-বৃষ্টিতে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে হলদিবাড়িতে । আরও বেশ কয়েকটি পুজো মণ্ডপে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর মিলেছে । বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মাথাভাঙা এলাকার একাধিক পুজো মণ্ডপও । কমতেই মণ্ডপ সংস্কারের কাজে হাত লাগিয়েছে উদ্যোক্তারা ।

অন্যদিকে, অষ্টমী সকালে ঝড়-বৃষ্টি তে ভেঙে পড়ল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের পুজো মণ্ডপ । রাজগঞ্জের পাতিলাভাসা সার্বজনীনের পুজোর প্রধান উদ্যোক্তা রাজগঞ্জের তৃণমূলের বিধায়ক খগেশ্বর রায় । অষ্টমী পুজো চলাকালীন এদিন সকালে আচমকা ঝড় ওঠে, সঙ্গে ভারী বৃষ্টি । হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুজো মণ্ডপ । ক্ষতিগ্রস্ত হয় প্রতিমাও ।

আরও পড়ুন: হিন্দু মহাসভার পুজোয় অসুরের বদলে গান্ধির মুখ, বিতর্ক তিলোত্তমা জুড়ে

প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জলপাইগুড়ির একাংশের পুজোর আলোকসজ্জার গেট ভেঙে পড়ে । জলপাইগুড়িতে মুশলধারায় বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হাওয়া । দমকা হাওয়ায় ভেঙে পড়লো পুজোর আলোকসজ্জার গেট । বন্ধ জলপাইগুড়ি হলদিবাড়ি রুটের যানচলাচল । গেট সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন পান্ডাপাড়া সার্বজনীন ক্লাবের পুজো উদ্যোক্তারা । অপরদিকে, মোহিতনগর চোরঙ্গী মোড়ের আলোকসজ্জার গেট ভেঙে পড়ল । রাজ্য সরকারের কাছে শিলিগুড়ি ও জলপাইগুড়ির রুটে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে । স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে ।

কোচবিহার, 3 অক্টোবর: অষ্টমীর সকালে যেন ভিলেন ঝড় ও বৃষ্টি । আগে থেকেই আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল অষ্টমী থেকে দশমী পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কোচবিহার জেলায় বৃষ্টি হবে । সেটাই হল কোচবিহারের হলদিবাড়ি ও জলপাইগুড়িতে । প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জলপাইগুড়ির একাংশের পুজোর আলোকসজ্জার গেট ভেঙে পড়ল ।

এদিন সকালে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জেরে ভেঙে পড়ল রাজ্য সড়কের উপর থাকা পুজোর আলোকসজ্জার বিশাল গেট (Durga Puja Storm Effect)। ঘটনার জেরে অল্পের জন্য রক্ষা পান এক টোটো চালক । কোচবিহারের হলদিবাড়ির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । এদিন বৃষ্টিতে মাথাভাঙা মহকুমার বিভিন্ন পুজো উদ্যোক্তারা সমস্যায় পড়েন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির তরফে হলদিবাড়ি-মেখলিগঞ্জ রাজ্যসড়কের উপর বাঁশের গেট বানিয়ে রকমারি বিশাল আলোকসজ্জা লাগানো হয়েছে । এদিন সকালে হঠাৎ করে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হলে গেটটি রাজ্য সড়কের উপর পড়ে যায় । এতে সড়কটি অবরুদ্ধ হয়ে যায় । স্তব্ধ হয়ে যায় যান চলাচল । পরে পুজো কমিটির উদ্যোগে দ্রুত গেটটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে । এই ঘটনায় মন খারাপ স্থানীয় বাসিন্দাদের ৷

আরও পড়ুন: সুখবর ! আজ-কাল বৃষ্টি হলেও ঠাকুর দেখা আটকাবে না

এদিনের ঝড়-বৃষ্টিতে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে হলদিবাড়িতে । আরও বেশ কয়েকটি পুজো মণ্ডপে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর মিলেছে । বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মাথাভাঙা এলাকার একাধিক পুজো মণ্ডপও । কমতেই মণ্ডপ সংস্কারের কাজে হাত লাগিয়েছে উদ্যোক্তারা ।

অন্যদিকে, অষ্টমী সকালে ঝড়-বৃষ্টি তে ভেঙে পড়ল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের পুজো মণ্ডপ । রাজগঞ্জের পাতিলাভাসা সার্বজনীনের পুজোর প্রধান উদ্যোক্তা রাজগঞ্জের তৃণমূলের বিধায়ক খগেশ্বর রায় । অষ্টমী পুজো চলাকালীন এদিন সকালে আচমকা ঝড় ওঠে, সঙ্গে ভারী বৃষ্টি । হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুজো মণ্ডপ । ক্ষতিগ্রস্ত হয় প্রতিমাও ।

আরও পড়ুন: হিন্দু মহাসভার পুজোয় অসুরের বদলে গান্ধির মুখ, বিতর্ক তিলোত্তমা জুড়ে

প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জলপাইগুড়ির একাংশের পুজোর আলোকসজ্জার গেট ভেঙে পড়ে । জলপাইগুড়িতে মুশলধারায় বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হাওয়া । দমকা হাওয়ায় ভেঙে পড়লো পুজোর আলোকসজ্জার গেট । বন্ধ জলপাইগুড়ি হলদিবাড়ি রুটের যানচলাচল । গেট সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন পান্ডাপাড়া সার্বজনীন ক্লাবের পুজো উদ্যোক্তারা । অপরদিকে, মোহিতনগর চোরঙ্গী মোড়ের আলোকসজ্জার গেট ভেঙে পড়ল । রাজ্য সরকারের কাছে শিলিগুড়ি ও জলপাইগুড়ির রুটে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে । স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.