ETV Bharat / state

Protest in Cooch Behar : কোচবিহারে আন্দোলনে সরব বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ

বেনারসে দেবত্র ত্রাস্টের জমিতে মহারাজার নামে বঙ্গভবন তৈরির দাবিতে আন্দোলন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের (Protest in Cooch Behar by Viswa Rajbanshi Unnayan Mancha)৷

Protest in Cooch Behar by Viswa Rajbanshi Unnayan Mancha
Protest in Cooch Behar
author img

By

Published : May 25, 2022, 9:29 PM IST

কোচবিহার, 25 মে : উত্তরপ্রদেশের বেনারসে দেবত্র ত্রাস্টের জমিতে রাজ্য সরকার বঙ্গভবন তৈরির সিদ্ধান্ত নিয়েছে । সেই ভবনের নাম মহারাজা হরেন্দ্র নারায়ণের নামে করার দাবিতে আন্দোলনে নামল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ (Protest in Cooch Behar by Viswa Rajbanshi Unnayan Mancha)। বুধবার তাঁরা কোচবিহার জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছে এই দাবি পাঠায় ।

তাঁরা বলেন, "কোচবিহার রাজার জমি উত্তর প্রদেশের বেনারসে আছে আর ওই জমিতেই নাকি পশ্চিমবঙ্গ সরকার বঙ্গভবন তৈরি করতে যাচ্ছে । যদিও আমরা এর বিরোধিতা করছি না, তবুও ওই জমি নিয়ে কোচবিহার রাজার ঐতিহ্য, কোচবিহার রাজার ইতিহাস, কোচবিহার রাজার অনেক ভাবাবেগ জড়িয়ে আছে । এছাড়াও জড়িয়ে রয়েছে অনেক রাজবংশী মানুষের আবেগ । তাই মহারাজার নামে ওই ভবন তৈরি করতে হবে ।"

আরও পড়ুন : Paresh Chandra Adhikary : সিবিআই নিয়ে চিন্তা নেই, দল পাশে আছে; মেখলিগঞ্জে কর্মীদের উদ্দেশ্যে বার্তা পরেশের

পাশাপাশি সেখানে 70 শতাংশ রুম যাতে এই অঞ্চলের মানুষের জন্য বরাদ্দ হয় সেই দাবিও তোলা হয়েছে । ডেপুটেশন জমা দিতে গিয়ে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি অসীম রায় বলেন, "বেনারসের এই জমিটি রয়েছে সেটি মহারাজা হরেন্দ্র নারায়নের সময়ের । এছাড়াও কালী বাড়িটি তৈরি হয়েছে মহারাজা শিবেন্দ্র নারায়ণের সময়ে । পশ্চিমবঙ্গ সরকারের এই ভবন করা নিয়ে আমাদের কোনও অসুবিধা নেই । তবে সেটা রাজার নামে করতে হবে । যে রাজার নামে ওই জমিটি কেনা হয়েছে তবে তাঁর নামেই ওই ভবনটি গড়া হোক।"

কোচবিহার, 25 মে : উত্তরপ্রদেশের বেনারসে দেবত্র ত্রাস্টের জমিতে রাজ্য সরকার বঙ্গভবন তৈরির সিদ্ধান্ত নিয়েছে । সেই ভবনের নাম মহারাজা হরেন্দ্র নারায়ণের নামে করার দাবিতে আন্দোলনে নামল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ (Protest in Cooch Behar by Viswa Rajbanshi Unnayan Mancha)। বুধবার তাঁরা কোচবিহার জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছে এই দাবি পাঠায় ।

তাঁরা বলেন, "কোচবিহার রাজার জমি উত্তর প্রদেশের বেনারসে আছে আর ওই জমিতেই নাকি পশ্চিমবঙ্গ সরকার বঙ্গভবন তৈরি করতে যাচ্ছে । যদিও আমরা এর বিরোধিতা করছি না, তবুও ওই জমি নিয়ে কোচবিহার রাজার ঐতিহ্য, কোচবিহার রাজার ইতিহাস, কোচবিহার রাজার অনেক ভাবাবেগ জড়িয়ে আছে । এছাড়াও জড়িয়ে রয়েছে অনেক রাজবংশী মানুষের আবেগ । তাই মহারাজার নামে ওই ভবন তৈরি করতে হবে ।"

আরও পড়ুন : Paresh Chandra Adhikary : সিবিআই নিয়ে চিন্তা নেই, দল পাশে আছে; মেখলিগঞ্জে কর্মীদের উদ্দেশ্যে বার্তা পরেশের

পাশাপাশি সেখানে 70 শতাংশ রুম যাতে এই অঞ্চলের মানুষের জন্য বরাদ্দ হয় সেই দাবিও তোলা হয়েছে । ডেপুটেশন জমা দিতে গিয়ে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি অসীম রায় বলেন, "বেনারসের এই জমিটি রয়েছে সেটি মহারাজা হরেন্দ্র নারায়নের সময়ের । এছাড়াও কালী বাড়িটি তৈরি হয়েছে মহারাজা শিবেন্দ্র নারায়ণের সময়ে । পশ্চিমবঙ্গ সরকারের এই ভবন করা নিয়ে আমাদের কোনও অসুবিধা নেই । তবে সেটা রাজার নামে করতে হবে । যে রাজার নামে ওই জমিটি কেনা হয়েছে তবে তাঁর নামেই ওই ভবনটি গড়া হোক।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.