ETV Bharat / state

কোচবিহারে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের পথ অবরোধ

author img

By

Published : Apr 20, 2021, 4:54 PM IST

কোচবিহার মেডিকেল কলেজ চত্বরে আর রাখা যাবে না বেসরকারি অ্যাম্বুলেন্স ৷ এরই প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা ৷

Cooch Behar Medical College
Cooch Behar Medical College

কোচবিহার , 20 এপ্রিল : কোচবিহার মেডিকেল কলেজে চালু করা হল নয়া নিয়ম ৷ এখন থেকে হাসপাতাল চত্বরে আর রাখা যাবে না বেসরকারি অ্যাম্বুলেন্স ৷

এরই প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন বেসরকারি অ্যাম্বুলেন্স চালকেরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ ৷

বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা কোচবিহারের ব্যস্ততম মোড় সুনীতিতে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান ৷ যার জেরে ভোগান্তিতে পড়েন রোগী থেকে সাধারণ মানুষ সকলেই ৷

বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের পথ অবরোধ

আরও পড়ুন : কোভিড আবহেও জনসভার ভিড়ে তুষ্ট মোদি ! ক্ষমতালোভী বলে কটাক্ষ মহুয়ার

একজন বেসরকারি অ্যাম্বুলেন্স চালক বলেন, ‘‘এর আগে মেডিকেল কলেজের হস্টেলের কাছে আমাদের একটি পার্কিং ছিল ৷ সেখান থেকে আমাদের বের করে দেওয়া হয় ৷ আমরা মাথা পেতে নিয়েছি ৷ সেটা করেছিলেন এর আগের সুপার ৷ কিন্তু আজ হঠাৎ করে এমএসভিপি বললেন, তোমাদের সব অ্যাম্বুলেন্স বের করতে হবে ৷ ভেতরে রাখা যাবে না ৷ তোমরা কোথা থেকে পরিষেবা দেবে আমার দেখার দরকার নেই ৷’’ যতক্ষণ না প্রশাসনিক পর্যায়ে কোনও কথাবার্তা না হয় ততক্ষণ তাঁরা রাস্তায় বসে থাকবেন বলে হুমকি দেন ৷ হাসপাতাল সূত্রে খবর, করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনতে ও রোগী এবং রোগীর পরিবারের স্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷

কোচবিহার , 20 এপ্রিল : কোচবিহার মেডিকেল কলেজে চালু করা হল নয়া নিয়ম ৷ এখন থেকে হাসপাতাল চত্বরে আর রাখা যাবে না বেসরকারি অ্যাম্বুলেন্স ৷

এরই প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন বেসরকারি অ্যাম্বুলেন্স চালকেরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ ৷

বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা কোচবিহারের ব্যস্ততম মোড় সুনীতিতে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান ৷ যার জেরে ভোগান্তিতে পড়েন রোগী থেকে সাধারণ মানুষ সকলেই ৷

বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের পথ অবরোধ

আরও পড়ুন : কোভিড আবহেও জনসভার ভিড়ে তুষ্ট মোদি ! ক্ষমতালোভী বলে কটাক্ষ মহুয়ার

একজন বেসরকারি অ্যাম্বুলেন্স চালক বলেন, ‘‘এর আগে মেডিকেল কলেজের হস্টেলের কাছে আমাদের একটি পার্কিং ছিল ৷ সেখান থেকে আমাদের বের করে দেওয়া হয় ৷ আমরা মাথা পেতে নিয়েছি ৷ সেটা করেছিলেন এর আগের সুপার ৷ কিন্তু আজ হঠাৎ করে এমএসভিপি বললেন, তোমাদের সব অ্যাম্বুলেন্স বের করতে হবে ৷ ভেতরে রাখা যাবে না ৷ তোমরা কোথা থেকে পরিষেবা দেবে আমার দেখার দরকার নেই ৷’’ যতক্ষণ না প্রশাসনিক পর্যায়ে কোনও কথাবার্তা না হয় ততক্ষণ তাঁরা রাস্তায় বসে থাকবেন বলে হুমকি দেন ৷ হাসপাতাল সূত্রে খবর, করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনতে ও রোগী এবং রোগীর পরিবারের স্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.