ETV Bharat / state

এবার শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার কোচবিহারে

author img

By

Published : Nov 8, 2020, 2:29 PM IST

এই বিষয়ে এলাকার বিধায়ক হিতেন বর্মণ বলেন, শুভেন্দুর সমর্থনে পোস্টার লাগানোর বিষয়টি তাঁর জানা নেই ।

Posters in support of Shuvendu Adhikari in Coochbehar
কোচবিহারে শুভেন্দু সমর্থনে পোস্টার

কোচবিহার, 8 নভেম্বর : এবার শুভেন্দুর অধিকারীর সমর্থনে ব্যানার কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের কুর্শামারিতে । মাথাভাঙার কুর্শামারি বাজারের বিভিন্ন এলাকায় দেখা গেল শুভেন্দুর ছবি সহ "আমরা দাদার অনুগামী" লেখা পোস্টার । এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর ।

কার্যত কোচবিহার জেলা জুড়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে ৷ এবার তাতে বাড়তি মাত্রা যোগ করল শুভেন্দুর ছবি দেওয়া পোস্টার । এই বিষয়ে এলাকার বিধায়ক হিতেন বর্মণ বলেন, শুভেন্দুর সমর্থনে পোস্টার লাগানোর বিষয়টি তাঁর জানা নেই ।

এই বিষয়ে কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জুলজেলাল মিঞা বলেন, "নেতা-মন্ত্রীর নামে পোস্টার পড়াতে অসুবিধা কোথায় ? যে কেউ যে কারও সমর্থনে পোস্টার দিতেই পারে ৷"

কোচবিহার, 8 নভেম্বর : এবার শুভেন্দুর অধিকারীর সমর্থনে ব্যানার কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের কুর্শামারিতে । মাথাভাঙার কুর্শামারি বাজারের বিভিন্ন এলাকায় দেখা গেল শুভেন্দুর ছবি সহ "আমরা দাদার অনুগামী" লেখা পোস্টার । এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর ।

কার্যত কোচবিহার জেলা জুড়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে ৷ এবার তাতে বাড়তি মাত্রা যোগ করল শুভেন্দুর ছবি দেওয়া পোস্টার । এই বিষয়ে এলাকার বিধায়ক হিতেন বর্মণ বলেন, শুভেন্দুর সমর্থনে পোস্টার লাগানোর বিষয়টি তাঁর জানা নেই ।

এই বিষয়ে কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জুলজেলাল মিঞা বলেন, "নেতা-মন্ত্রীর নামে পোস্টার পড়াতে অসুবিধা কোথায় ? যে কেউ যে কারও সমর্থনে পোস্টার দিতেই পারে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.