কোচবিহার , 9 মার্চ : কুলের লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । অভিযুক্ত ব্যক্তি বল্লভ সরকার ( 44) । ঘটনায় অভিযুক্তকে মারধর করে গ্রামবাসীরা । অভিযুক্তের ফাঁসির দাবিতে সকাল 9 টা থেকে সড়ক পথ অবরোধ করে গ্রামবাসীরা । কোচবিহারের মাথাভাঙার ঘটনা ।
অভিযোগ, বৃহস্পতিবার অভিযুক্ত ব্যক্তি কুলের লোভ দেখিয়ে দুই শিশুকে বাড়ি থেকে দূরে একটি ভুট্টা খেতে নিয়ে যায় । এদের মধ্যে একজন পালিয়ে আসে ৷ বাড়িতে এসে পরিবারে সমস্ত ঘটনা জানায় । এরপর তারা ভুট্টা ক্ষেত থেকে অসুস্থ অবস্থায় ওই শিশুকন্যাকে উদ্ধার করে । ঘটনার দিনই অভিযুক্তকে মারধর করে গ্রামবাসীরা । এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে । অভিযুক্ত ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে ভরতি । পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয় মাথাভাঙা থানায় ।
তবে গ্রামবাসীদের অভিযোগ ,ঘটনার চার দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ করেনি । তারই প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে সকাল ৯ টা থেকে হাজরাহাট -মাথাভাঙা সড়ক পথ অবরোধ করে গ্রামবাসীরা । অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানায় । পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় ।