ETV Bharat / state

Partha Pratim Meet with Rabindranath : দ্বন্দ্ব ভুলে হাতে হাত ‘কাকা-ভাইপো’র, কোচবিহারে রবীন্দ্রনাথের বাড়িতে পার্থপ্রতিম - Partha Pratim Roy Goes to Meet with Rabindranath Ghosh in Coochbehar

দ্বন্দ্ব মিটিয়ে ফের একসঙ্গে পথচলার চেষ্টা শুরু কোচবিহার তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষের (Partha Pratim Roy Goes to Meet with Rabindranath Ghosh in Coochbehar) ৷ আর সেই সূচনা করলেন পার্থপ্রতিম রায় নিজেই ৷ আজ সকালে তিনি রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে যান ৷ সেখানে দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় ৷

Partha Pratim Roy Goes to Meet with Rabindranath Ghosh in Coochbehar
Partha Pratim Roy Goes to Meet with Rabindranath Ghosh in Coochbehar
author img

By

Published : Mar 15, 2022, 3:43 PM IST

কোচবিহার, 15 মার্চ : দীর্ঘদিন পর ‘কাকা-ভাইপো’র কথা হল কোচবিহারে । মঙ্গলবার কোচবিহারের তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় কাকা তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে হাজির হন (Partha Pratim Roy Goes to Meet with Rabindranath Ghosh in Coochbehar) ৷ ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, রবীন্দ্রনাথ ঘোষকে প্রণামও করেন জেলা তৃণমুল সভাপতি ৷ দু’জনের মধ্যে কুশল বিনিময় হয় ৷ আর এতেই রাজনৈতিক মহলে জল্পনা, তবে কি কোচবিহারে শাসকদলের নতুন সমীকরণ দেখা যাবে ? কোচবিহারে কি এবার কাকা-ভাইপোর বিরোধ মিটতে চলেছে ?

তৃণমূল সূত্রে খবর, রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরেই পার্থপ্রতিম রায়ের রাজনীতিতে প্রবেশ ৷ পরবর্তীতে পার্থপ্রতিম রায় সাংসদ হন ৷ এর পর কোচবিহারে তৃণমূলের ক্ষমতা কার হাতে থাকবে, এ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয় ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল তৎকালীন সাংসদ পার্থপ্রতিম রায়কে প্রার্থী না করে, পরেশচন্দ্র অধিকারীকে প্রার্থী করে তৃণমূল ৷ রাজনৈতিক মহলের মতে, পার্থপ্রতিম রায়কে প্রার্থী না করার পিছনে তৎকালীন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের হাত ছিল ৷ এর পর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী পরাজিত হয় ৷ জেলা সভাপতির পদ থেকে অপসারণ করা হয়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে ৷ জেলা সভাপতি করা হয় পার্থপ্রতিম রায়কে ৷

এর পর গত বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয় পার্থপ্রতিম রায়কে ৷ যেখানে রবীন্দ্রনাথ ঘোষের প্রভাব রয়েছে ৷ অপরদিকে নাটাবাড়িতে প্রার্থী করা হয় রবীন্দ্রনাথ ঘোষকে ৷ এখানে পার্থপ্রতিম রায়ের বাড়ি ৷ সূত্রের খবর, দুই নেতাই চেষ্টা করছিলেন নির্বাচনে একে অপরকে হারাতে ৷ বিধানসভা নির্বাচনের ফল বেরলে দেখা যায় পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষ দু‘জনই হেরেছেন ৷

আরও পড়ুন : Coochbehar Tmc Inner Clash : সুর নরম রবীন্দ্রনাথ-পার্থপ্রতিমের, কোচবিহারে কি ‘কাকা-ভাইপোর’ বিরোধ মিটতে চলেছে

বিধানসভা নির্বাচনে জেলায় তৃণমূলের ফল খারাপ হওয়ায় জেলার সভাপতির পদ থেকে পার্থপ্রতিম রায়কে সরিয়ে দেওয়া হয় ৷ তার মাস ছয়েক পর ফের কোচবিহার তৃণমূল সভাপতি পদে ফিরিয়ে আনা হয় পার্থপ্রতিম রায়কে ৷ আর ফের একবার কোচবিহারের সভাপতি হওয়ার পর পার্থপ্রতিম রায় বুঝে গিয়েছেন যে, জেলায় গোষ্ঠীবাজি করে টিকে থাকা যাবে না ৷ তাই তিনি প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছেন বলে রাজনৈতিক মহলের ধারণা ৷ জেলা তৃণমূলের সভাপতি পদে দ্বিতীয়বার বসার পর ইতিমধ্যেই পার্থবাবু প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে মোবাইলে কথা বলেছিলেন ৷

আরও পড়ুন : TMC Inner Clash in Cooch Behar : জেলা সভাপতি পদে রদবদলের পরই ফের কোচবিহার তৃণমূলে গোষ্ঠী সংঘর্ষ, আহত পাঁচ

তার পর এদিন সকালে হঠাৎ করেই পার্থপ্রতিম রায় রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে যান ৷ প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘নতুন জেলা সভাপতি হয়েছেন । একান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার ৷’’ তবে কি কাকা-ভাইপোর বিরোধ মিটল ? এ প্রশ্নের উত্তরে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ৷’’ অপরদিকে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘‘হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল ৷ মতান্তর হতে পারে ৷ কখনও মনান্তর হয়নি ৷ তাই জেলা তৃণমূলের দায়িত্ব পেয়ে কাকার সঙ্গে দেখা করতে এসেছি। দলের স্বার্থে আমরা সবাই একসঙ্গে চলব ৷’’

কোচবিহার, 15 মার্চ : দীর্ঘদিন পর ‘কাকা-ভাইপো’র কথা হল কোচবিহারে । মঙ্গলবার কোচবিহারের তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় কাকা তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে হাজির হন (Partha Pratim Roy Goes to Meet with Rabindranath Ghosh in Coochbehar) ৷ ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, রবীন্দ্রনাথ ঘোষকে প্রণামও করেন জেলা তৃণমুল সভাপতি ৷ দু’জনের মধ্যে কুশল বিনিময় হয় ৷ আর এতেই রাজনৈতিক মহলে জল্পনা, তবে কি কোচবিহারে শাসকদলের নতুন সমীকরণ দেখা যাবে ? কোচবিহারে কি এবার কাকা-ভাইপোর বিরোধ মিটতে চলেছে ?

তৃণমূল সূত্রে খবর, রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরেই পার্থপ্রতিম রায়ের রাজনীতিতে প্রবেশ ৷ পরবর্তীতে পার্থপ্রতিম রায় সাংসদ হন ৷ এর পর কোচবিহারে তৃণমূলের ক্ষমতা কার হাতে থাকবে, এ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয় ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল তৎকালীন সাংসদ পার্থপ্রতিম রায়কে প্রার্থী না করে, পরেশচন্দ্র অধিকারীকে প্রার্থী করে তৃণমূল ৷ রাজনৈতিক মহলের মতে, পার্থপ্রতিম রায়কে প্রার্থী না করার পিছনে তৎকালীন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের হাত ছিল ৷ এর পর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী পরাজিত হয় ৷ জেলা সভাপতির পদ থেকে অপসারণ করা হয়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে ৷ জেলা সভাপতি করা হয় পার্থপ্রতিম রায়কে ৷

এর পর গত বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয় পার্থপ্রতিম রায়কে ৷ যেখানে রবীন্দ্রনাথ ঘোষের প্রভাব রয়েছে ৷ অপরদিকে নাটাবাড়িতে প্রার্থী করা হয় রবীন্দ্রনাথ ঘোষকে ৷ এখানে পার্থপ্রতিম রায়ের বাড়ি ৷ সূত্রের খবর, দুই নেতাই চেষ্টা করছিলেন নির্বাচনে একে অপরকে হারাতে ৷ বিধানসভা নির্বাচনের ফল বেরলে দেখা যায় পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষ দু‘জনই হেরেছেন ৷

আরও পড়ুন : Coochbehar Tmc Inner Clash : সুর নরম রবীন্দ্রনাথ-পার্থপ্রতিমের, কোচবিহারে কি ‘কাকা-ভাইপোর’ বিরোধ মিটতে চলেছে

বিধানসভা নির্বাচনে জেলায় তৃণমূলের ফল খারাপ হওয়ায় জেলার সভাপতির পদ থেকে পার্থপ্রতিম রায়কে সরিয়ে দেওয়া হয় ৷ তার মাস ছয়েক পর ফের কোচবিহার তৃণমূল সভাপতি পদে ফিরিয়ে আনা হয় পার্থপ্রতিম রায়কে ৷ আর ফের একবার কোচবিহারের সভাপতি হওয়ার পর পার্থপ্রতিম রায় বুঝে গিয়েছেন যে, জেলায় গোষ্ঠীবাজি করে টিকে থাকা যাবে না ৷ তাই তিনি প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছেন বলে রাজনৈতিক মহলের ধারণা ৷ জেলা তৃণমূলের সভাপতি পদে দ্বিতীয়বার বসার পর ইতিমধ্যেই পার্থবাবু প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে মোবাইলে কথা বলেছিলেন ৷

আরও পড়ুন : TMC Inner Clash in Cooch Behar : জেলা সভাপতি পদে রদবদলের পরই ফের কোচবিহার তৃণমূলে গোষ্ঠী সংঘর্ষ, আহত পাঁচ

তার পর এদিন সকালে হঠাৎ করেই পার্থপ্রতিম রায় রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে যান ৷ প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘নতুন জেলা সভাপতি হয়েছেন । একান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার ৷’’ তবে কি কাকা-ভাইপোর বিরোধ মিটল ? এ প্রশ্নের উত্তরে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ৷’’ অপরদিকে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘‘হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল ৷ মতান্তর হতে পারে ৷ কখনও মনান্তর হয়নি ৷ তাই জেলা তৃণমূলের দায়িত্ব পেয়ে কাকার সঙ্গে দেখা করতে এসেছি। দলের স্বার্থে আমরা সবাই একসঙ্গে চলব ৷’’

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.