ETV Bharat / state

কোচবিহারে মিড ডে মিলের চাল-আলু বিতরণে বিদ্য়ালয়ের ভূমিকায় বিক্ষোভ অভিভাবকদের

কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি কৃষক উদ্যোগ হাইস্কুলের তরফে মিড ডে মিলের চাল ও আলু বিতরণের উদ্যোগ নেওয়া হয় । সেই মতো প্রচার চালায় বিদ্যালয় কর্তৃপক্ষ । কিন্তু গতকাল চাল ও আলু সংগ্রহের জন্য অভিভাবকরা বিদ্যালয়ে পৌঁছালে চাল ও আলু বিলি করা হয় না । তা নিয়ে বিশৃঙ্খলা শুরু হয় ।

coochbehar
কোচবিহার
author img

By

Published : Apr 21, 2020, 3:30 PM IST

কোচবিহার, 21 এপ্রিল : রাজ্য সরকারের নির্দেশ মতো কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি কৃষক উদ্যোগ হাইস্কুলের তরফে মিড ডে মিলের চাল ও আলু বিলির উদ্যোগ নেওয়া হয় । পড়ুয়াদের অভিভাবকদের বিদ্যালয়ে এসে চাল ও আলু নিয়ে যাওয়ার জন্য মাইকে প্রচার চালায় বিদ্যালয় কর্তৃপক্ষ । গতকাল স্কুলে পৌঁছান পড়ুয়া সহ কয়েক হাজার অভিভাবক ৷ কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ চাল ও আলু বিতরণ না করায় স্কুলে শুরু হয় বিশৃঙ্খলা । উত্তেজিত অভিভাবকরা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান ৷ তর্কা তর্কি শুরু হয় দুই পক্ষের মধ্যে ।

স্কুলের প্রধান শিক্ষক গতকাল জানান, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে চাল ও আলু না আসায় বিলি করা সম্ভব হচ্ছে না । যদিও অভিভাবকদের দাবি, এই লকডাউনে তাঁদের হয়রানি করা হল । কোরানা সংক্রমণের আতঙ্ক নিয়ে তাঁরা ছেলে মেয়েদের নিয়ে এসেছেন ৷ এটা ঠিক হয়নি ৷

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে আসেন উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান কালিমন বর্মন । তিনি অভিভাবকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন ।

অভিভাবকদের মধ্যে জগদীশ রায় ,প্রবীণ বর্মণ ,অভিজিত রায় সহ একাংশের অভিযোগ, “ কোরানা সংক্রমণের আতঙ্কে রয়েছি । লকডাউনে এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ এভাবে পড়ুয়াদের এবং অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে হয়রানি করল । ঠিক হল না ।”

পাশাপাশি গতকাল বিদ্যালয়ের তরফে চাল বিলিতে কেন কোনওরকম সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি বলেও প্রশ্ন উঠছে ।

বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, পর্যাপ্ত পরিমাণে আলু না থাকায় গতকাল বিলি করা সম্ভব হয়নি । এতেই অভিভাবকরা উত্তেজিত হয়ে পড়েন। 24 এপ্রিল চাল ও আলু বিলি করা হবে । মেখলিগঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) সাঙ্গে ইউডেন ভুটিয়া জানান , পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে ।

কোচবিহার, 21 এপ্রিল : রাজ্য সরকারের নির্দেশ মতো কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি কৃষক উদ্যোগ হাইস্কুলের তরফে মিড ডে মিলের চাল ও আলু বিলির উদ্যোগ নেওয়া হয় । পড়ুয়াদের অভিভাবকদের বিদ্যালয়ে এসে চাল ও আলু নিয়ে যাওয়ার জন্য মাইকে প্রচার চালায় বিদ্যালয় কর্তৃপক্ষ । গতকাল স্কুলে পৌঁছান পড়ুয়া সহ কয়েক হাজার অভিভাবক ৷ কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ চাল ও আলু বিতরণ না করায় স্কুলে শুরু হয় বিশৃঙ্খলা । উত্তেজিত অভিভাবকরা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান ৷ তর্কা তর্কি শুরু হয় দুই পক্ষের মধ্যে ।

স্কুলের প্রধান শিক্ষক গতকাল জানান, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে চাল ও আলু না আসায় বিলি করা সম্ভব হচ্ছে না । যদিও অভিভাবকদের দাবি, এই লকডাউনে তাঁদের হয়রানি করা হল । কোরানা সংক্রমণের আতঙ্ক নিয়ে তাঁরা ছেলে মেয়েদের নিয়ে এসেছেন ৷ এটা ঠিক হয়নি ৷

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে আসেন উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান কালিমন বর্মন । তিনি অভিভাবকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন ।

অভিভাবকদের মধ্যে জগদীশ রায় ,প্রবীণ বর্মণ ,অভিজিত রায় সহ একাংশের অভিযোগ, “ কোরানা সংক্রমণের আতঙ্কে রয়েছি । লকডাউনে এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ এভাবে পড়ুয়াদের এবং অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে হয়রানি করল । ঠিক হল না ।”

পাশাপাশি গতকাল বিদ্যালয়ের তরফে চাল বিলিতে কেন কোনওরকম সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি বলেও প্রশ্ন উঠছে ।

বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, পর্যাপ্ত পরিমাণে আলু না থাকায় গতকাল বিলি করা সম্ভব হয়নি । এতেই অভিভাবকরা উত্তেজিত হয়ে পড়েন। 24 এপ্রিল চাল ও আলু বিলি করা হবে । মেখলিগঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) সাঙ্গে ইউডেন ভুটিয়া জানান , পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.