কোচবিহার, 16 মার্চ : বিধানসভা নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার কোচবিহারে । কোচবিহার মিনিবাস স্ট্যান্ড থেকে তিনটি আগ্নেয়াস্ত্র সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার দুপুরে কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ সাংবাদিক সম্মেলন করে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়েছেন। তিনি জানান, এদিন মোট 3টি আত্যধুনিক আগ্নেয়াস্ত্র, 31 রাউন্ড কার্তুজ ও 3টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে । ধৃত পাচারকারীর নাম মজিদুল হক ৷ সে দিনহাটার বাসিন্দা ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, উদ্ধার হওয়া 3টি আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে বড় কোনও চক্রের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে । ধৃত মজিদুল হক ওই আগ্নেয়াস্ত্রগুলি চক্রের কারোর কাছ থেকে নিয়ে কোথাও সরবরাহ করতে যাচ্ছিল। তবে, পাচার করার পথেই পুলিশের হাতে ধরা পড়ে সে ৷ কে বা কারা এই আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে জড়িত, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ ৷ বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় ব্যাপক গণ্ডগোল হওয়ার আশঙ্কা করছে প্রশাসন । সেই অশান্তি ঠেকাতে ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। দিনহাটা, মাথাভাঙা, ঘোকসাডাঙ্গা, পুন্ডিবাড়ি ও কোতোয়ালি থানা এলাকা থেকে ইতিমধ্যেই বেশ কিছু আগ্নেয়াস্ত্র করেছে পুলিশ ।
আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র ও 24 হাজার টাকার মাদক সহ গ্রেফতার বিহারের 3 অস্ত্রকারবারী
এদিন ফের তিনটি আগ্নেয়াস্ত্র ও 31 রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ কর্তারা। এদিন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মোবাইল চুরির এক চক্রকে ধরা হয়েছে । তাদের কাছ থেকে 11টি মোবাইল উদ্ধার হয়েছে । সম্প্রতি কোচবিহার শহরে ভবানীগঞ্জ বাজারে একটি মোবাইল দোকান থেকে সাটার ভেঙ্গে চুরির ঘটনা ঘটে । ওই ঘটনায় পুলিশ তদন্তে নেমে এখনও পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে 11টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃতরা সবাই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।