ETV Bharat / state

Toto Driver Death: নদীতে মিলল নিখোঁজ টোটোচালকের দেহ, গ্রেফতার প্রেমিকার কাকা

author img

By

Published : Sep 9, 2022, 8:43 PM IST

কোচবিহারের (Cooch Behar) বাবুর হাটের বাসিন্দা এক টোটোচালকের (Toto Driver) অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) অভিযোগ ৷ ঘটনায় (Toto Driver Death) মৃত যুবকের প্রেমিকার কাকাকে গ্রেফতার করেছে পুলিশ ৷

one Man arrested in Cooch Behar after Toto Driver Unnatural Death
Toto Driver Death: নদীতে মিলল নিখোঁজ টোটোচালকের দেহ, গ্রেফতার প্রেমিকার কাকা

কোচবিহার, 9 সেপ্টেম্বর: পেশায় টোটোচালক (Toto Driver) এক যুবকের অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) ঘিরে দানা বাঁধছে রহস্য ৷ পরিবারের সদস্যদের দাবি, তাঁকে খুন করা হয়েছে ৷ স্বজনহারাদের অনুমান, প্রেমের মাশুল হিসাবেই নিজের জীবন দিতে হয়েছে অরিন্দম দেবনাথ (20) নামে ওই তরুণকে ৷ পুলিশের প্রাথমিক তদন্তেও তেমনটাই সামনে এসেছে ৷ কোচবিহারের (Cooch Behar) বাবুর হাটের ঘটনায় (Toto Driver Death) মূল অভিযুক্ত ব্যক্তির নাম সম্পদ সরকার ৷ সূত্রের দাবি, এই সম্পদের ভাইঝির সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অরিন্দম ৷

কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 6 সেপ্টেম্বর সকাল 9টা নাগাদ সম্পদ সরকার তাঁর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রওনা হন ৷ গন্তব্য ছিল, আলিপুরদুয়ারের তপসিখাতা ৷ এতটা পথ পাড়ি দেওয়ার জন্য অরিন্দমের টোটোটি ভাড়া করেন তিনি ৷ প্রসঙ্গত, সম্পদ এবং অরিন্দম একই পাড়ার বাসিন্দা ৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এরপরই গভীর রাতে সম্পদ সরকার বাড়ি ফিরে আসেন ৷ কিন্তু অরিন্দম আর ফেরেননি ৷ বস্তুত, তিনি কার্যত উবে যান ! সেই সময় কোথাও তাঁর কোনও সন্ধান পাননি পরিবারের সদস্য ও আত্মীয়রা ৷

one Man arrested in Cooch Behar after Toto Driver Unnatural Death
অরিন্দম দেবনাথ ৷

আরও পড়ুন: 14 দিনের সিআইডি হেফাজতে বাগুইআটি কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র

এর পরদিন টোটোচালক অরিন্দম দেবনাথের বাবা শুভেন্দু দেবনাথ কোচবিহারের কোতওয়ালি থানায় নিখোঁজ ডায়ারি করেন ৷ তার ভিত্তিতে কোতওয়ালি থানার পুলিশ অরিন্দমের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে ৷ পাশাপাশি, অরিন্দমের বাড়ির সদস্যরাও খোঁজাখুঁজি শুরু করেন ৷ সূত্রের দাবি, সেই সময় সম্পদও সেই তল্লাশিতে সামিল হয় ৷ এরপর বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ আলিপুরদুয়ারের তপসিখাতা পাওয়ারগ্রিড এলাকার একটি নদী থেকে অরিন্দম দেবনাথের দেহ উদ্ধার হয় ৷

এই খবর কোচবিহারের বাবুর হাট এলাকায় পৌঁছতেই উত্তেজিত বাসিন্দারা সম্পদ সরকারের বাড়িতে ভাঙচুর চালান ৷ সম্পদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয় ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ তাদের প্রাথমিক অনুমান, টোটোচালক এক যুবকের সঙ্গে ভাইঝির সম্পর্কে মেনে নিতে পারেননি সম্পদ ৷ পরিবারের বাকিরাও সম্ভবত বিষয়টিকে ভালো চোখে দেখছিলেন না ৷ তবে, এ নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় ৷ কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর কার্যালয়) চন্দন দাস জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে ৷ অভিযুক্তকে জেরা করা হচ্ছে ৷ শীঘ্রই পুরো ঘটনা প্রকাশ্য়ে আসবে ৷

কোচবিহার, 9 সেপ্টেম্বর: পেশায় টোটোচালক (Toto Driver) এক যুবকের অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) ঘিরে দানা বাঁধছে রহস্য ৷ পরিবারের সদস্যদের দাবি, তাঁকে খুন করা হয়েছে ৷ স্বজনহারাদের অনুমান, প্রেমের মাশুল হিসাবেই নিজের জীবন দিতে হয়েছে অরিন্দম দেবনাথ (20) নামে ওই তরুণকে ৷ পুলিশের প্রাথমিক তদন্তেও তেমনটাই সামনে এসেছে ৷ কোচবিহারের (Cooch Behar) বাবুর হাটের ঘটনায় (Toto Driver Death) মূল অভিযুক্ত ব্যক্তির নাম সম্পদ সরকার ৷ সূত্রের দাবি, এই সম্পদের ভাইঝির সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অরিন্দম ৷

কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 6 সেপ্টেম্বর সকাল 9টা নাগাদ সম্পদ সরকার তাঁর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রওনা হন ৷ গন্তব্য ছিল, আলিপুরদুয়ারের তপসিখাতা ৷ এতটা পথ পাড়ি দেওয়ার জন্য অরিন্দমের টোটোটি ভাড়া করেন তিনি ৷ প্রসঙ্গত, সম্পদ এবং অরিন্দম একই পাড়ার বাসিন্দা ৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এরপরই গভীর রাতে সম্পদ সরকার বাড়ি ফিরে আসেন ৷ কিন্তু অরিন্দম আর ফেরেননি ৷ বস্তুত, তিনি কার্যত উবে যান ! সেই সময় কোথাও তাঁর কোনও সন্ধান পাননি পরিবারের সদস্য ও আত্মীয়রা ৷

one Man arrested in Cooch Behar after Toto Driver Unnatural Death
অরিন্দম দেবনাথ ৷

আরও পড়ুন: 14 দিনের সিআইডি হেফাজতে বাগুইআটি কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র

এর পরদিন টোটোচালক অরিন্দম দেবনাথের বাবা শুভেন্দু দেবনাথ কোচবিহারের কোতওয়ালি থানায় নিখোঁজ ডায়ারি করেন ৷ তার ভিত্তিতে কোতওয়ালি থানার পুলিশ অরিন্দমের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে ৷ পাশাপাশি, অরিন্দমের বাড়ির সদস্যরাও খোঁজাখুঁজি শুরু করেন ৷ সূত্রের দাবি, সেই সময় সম্পদও সেই তল্লাশিতে সামিল হয় ৷ এরপর বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ আলিপুরদুয়ারের তপসিখাতা পাওয়ারগ্রিড এলাকার একটি নদী থেকে অরিন্দম দেবনাথের দেহ উদ্ধার হয় ৷

এই খবর কোচবিহারের বাবুর হাট এলাকায় পৌঁছতেই উত্তেজিত বাসিন্দারা সম্পদ সরকারের বাড়িতে ভাঙচুর চালান ৷ সম্পদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয় ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ তাদের প্রাথমিক অনুমান, টোটোচালক এক যুবকের সঙ্গে ভাইঝির সম্পর্কে মেনে নিতে পারেননি সম্পদ ৷ পরিবারের বাকিরাও সম্ভবত বিষয়টিকে ভালো চোখে দেখছিলেন না ৷ তবে, এ নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় ৷ কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর কার্যালয়) চন্দন দাস জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে ৷ অভিযুক্তকে জেরা করা হচ্ছে ৷ শীঘ্রই পুরো ঘটনা প্রকাশ্য়ে আসবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.