কোচবিহার, 28 অগস্ট: আবারও পৃথক রাজ্য়ের সুর শোনা গেল এক বিজেপি নেতার গলায় ৷ রাজ্যভাগের ইস্যুকে কার্যত সমর্থন করলেন কোচবিহারের সাংসদ তথা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ৷ রবিবার কোচবিহারে আয়োজিত একটি অনুষ্ঠানে সামিল হয়ে উত্তরবঙ্গবাসীর দাবিকে সমর্থনের নামে ফের একবার রাজ্য ভাগ ইস্যুর পক্ষে ঘুরিয়ে সওয়াল করলেন তিনি ৷
1949 সালের 28 অগস্ট কোচবিহার রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয় ৷ প্রতি বছর তাই এই দিনটিকে ধুমধাম করে পালন করা হয় ৷ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি অসমের অধিবাসীরাও নানাভাবে এই দিনটি পালন করেন ৷ 'গ্রেটার কোচবিহার পিপল'স অ্য়াসোসিয়েশন' (Greater Coochbehar People's Association) বা জিসিপিএ (GCPA)-এর পক্ষ থেকেও প্রতি বছর 28 অক্টোবর দিনটিকে উদযাপন করা হয় ৷ এদিন সেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল নিউ কোচবিহারের ফুটবল মাঠে ৷
আরও পড়ুন: বাংলা ভাগের কথায় বার্লাকে হুঁশিয়ারি জয়ের
পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন নিশীথ ৷ সঙ্গে ছিলেন জিসিপিএ-র সুপ্রিমো অনন্ত মহারাজ ৷ এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি-র অন্য বিধায়ক এবং গোর্খা ও স্থানীয় আদিবাসী সংগঠনের নেতারা ৷
এই অনুষ্ঠানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিশীথ জানান, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি ৷ তাই জনতার সমস্ত দাবি তাঁকে শুনতে হবে ৷ কার্যত স্বীকার করেন, জনতা যদি উত্তরবঙ্গকে (North Bengal) পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) হিসাবে দেখতে চায়, তাহলে তাঁকেও সেই দাবি মানতে হবে ৷ যদিও, এদিন নিশীথ নিজে মুখে একবারও পৃথক রাজ্যের কথা উল্লেখ করেননি ৷
প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরেই বিজেপি নেতারা পশ্চিমবঙ্গকে ভেঙে দু'টুকরো করার কথা বলে আসছেন ৷ তাঁদের অভিযোগ, উত্তরবঙ্গের মানুষ বহু বছর ধরে বঞ্চিত ৷ এই বঞ্চনার হাত থেকে মুক্তি পেতেই পৃথক রাজ্য়ের পক্ষে সওয়াল করা হচ্ছে ৷ অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে রাজ্য ভাগের চক্রান্তের অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷