কোচবিহার, 5 ডিসেম্বর: "তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে যাবে । বহু বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন(Nisith Pramanik Says that 40 to 45 TMC MLA Contacted With Us)৷ 2024 সালে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন যদি হয় তাহলে অবাক হবার কিছু নেই ।" রবিবার নাটাবাড়ি বিধানসভা এলাকার নাটাবাড়ি হাইস্কুলের মাঠে দলীয় সভায় এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ।
নিশীথ প্রামাণিক ছাড়াও এদিনের সবায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সহ সভাপতি রথীন্দ্রনাথ বোস, জেলা সভাপতি তথা বিধায়ক কোচবিহার উত্তর কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা বিধায়ক নিখিলরঞ্জন দে, মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন, রাজ্য বিজেপি সংখ্যালঘু মোর্চা সভাপতি আলি হোসেন, তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক মালতি রাভা রায়-সহ জেলা বিজেপি নেতৃত্ব ৷
তৃণমূলকে আক্রমণ করে নিশীথ প্রামাণিক বলেন,"তৃণমূলের 40 থেকে 45 জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ তৃণমূলের জেলা সভাপতির পদ এখন মিউজিকাল চেয়ার হয়ে গিয়েছে । কার কাছে থাকবে সেটা নিয়ে দলের কর্মীরাই চিন্তায় রয়েছে । পঞ্চায়েত নির্বাচন আসছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল চরমে রয়েছে ৷ এই অবস্থায় যাঁরা তৃণমূলের হয়ে টিকিট পাবেন না বলে বিজেপিতে চলে এসে ভাবছেন তাঁরা পঞ্চায়েতে টিকিট পাবেন ভাবলে ভুল করছেন ।
আরও পড়ুন : নাম না করে নিশীথ প্রামাণিককে কটাক্ষ উদয়নের