কোচবিহার, 5 নভেম্বর: ফের একবার সংশোধিত নাগরিকত্ব আইন (Citizenship Amendment Act 2019) বা সিএএ (CAA)-এর প্রণয়ন নিয়ে সরব হলেন কোচবিহারের সাংসদ তথা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ৷ শুক্রবার কোচবিহারে আয়োজিত একটি কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি বলেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা গুজরাত নয়, সারা দেশেই সংশোধিত নাগরিকত্ব আইন বলবৎ করা হবে ৷
শুক্রবার রাতে মাথাভাঙার গোপালপুরে এই সভার আয়োজন করা হয় ৷ সেই সভার মঞ্চ থেকে নিশীথ বলেন, যাঁরা বাংলাদেশ, আফগানিস্তান-সহ বিভিন্ন দেশ থেকে প্রতারিত হয়ে পালিয়ে এসে ভারতে বসবাস করছেন, তাঁদের নাগরিকত্বের অধিকার পাইয়ে দেওয়ার জন্য সিএএ আনা হয়েছে ৷ যাঁরা মা, বোনের সম্মান বাঁচাতে বাংলাদেশ-সহ বিভিন্ন দেশ থেকে সপরিবার পালিয়ে এসেছেন, ভারতে মোদিজির নেতৃত্বাধীন সরকার তাঁদের প্রত্যেকেই নাগরিকত্ব দেবে ৷ তাই, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতেই খুব তাড়াতাড়ি সিএএ কার্যকর করা হবে ৷
আরও পড়ুন: বিজেপি কর্মীর বাড়ি যাওয়ার পথে নিশীথের কনভয়ে হামলা
স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, জাতীয় নিরাপত্তা নিয়ে ভারত কখনও, কারও সঙ্গেই আপোষ করবে না ৷ তাঁর দাবি, কোচবিহারের শীতলকুচি এলাকায় বাংলাদেশি জঙ্গিদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়া হচ্ছে ! এর জন্য সরাসরি রাজ্য সরকার তথা রাজ্যের শাসকদলকেই দায়ী করেন সাংসদ ৷ তাঁর কথায়, শীতলকুচির মাটিতে দাঁড়িয়ে যাঁরা সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার চেষ্টা করছেন, শীতলকুচির মাটিতে তাঁদের কোনও ঠাঁই হবে না ৷ প্রত্যেককে খুঁজে বের করা হবে ৷ এবং তাঁদের সকলের বিরুদ্ধে আইন অনুসারে পদক্ষেপ করা হবে ৷ নিশীথের দাবি, শুধুমাত্র শীতলকুচি তথা কোচবিহার নয়, সারা পশ্চিমবঙ্গেই বাংলাদেশি সন্ত্রাসবাদীরা ঘাঁটি গেড়েছে ৷ এই বিদেশি জঙ্গিদের সমূলে উৎখাত করা হবে বলেও বার্তা দেন তিনি ৷
প্রসঙ্গত, শুক্রবার রাতের এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ছিল বিজেপি-তে যোগদান পর্ব ৷ দলীয় নেতৃত্বের দাবি, এদিনের এই সভায় এলাকার প্রায় 100টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগদান করে ৷ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷ দলবদলকারীদের দাবি, 'তৃণমূলের দুর্নীতিতে' ক্ষুব্ধ হয়েই এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন তাঁরা ৷